সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত : চলছে দৌড়ঝাঁপ
নিউজ ডেস্ক:বিভিন্ন অনিয়ম ও কারণ দর্শানোর নির্দিষ্ট সময়ে জবাব না দেওয়ার কারণে চুয়াডাঙ্গা নিরাময় নার্সিং হোমের সাময়িকভাবে সেবা কার্যক্রম স্থগিত করেছে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। গত মঙ্গলবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার খায়রুল আলমের নির্দেশে নিরাময় নার্সিং হোমের সকল সেবা কার্যক্রম স্থগিতের একটি চিঠি মালিক সাইদুর রহমানের নিকট পৌঁছায়। এই নির্দেশ পাওয়ার পরপরই মালিক সাইদুর রহমান উপর মহলে দৌড়ঝাঁপ শুরু করেন বলে জানা গেছে। গত গতমাসে সিভিল সার্জন ডাক্তার খায়রুল আলম অভিযোগের ভিত্তিতে অনিয়মের চিত্র দেখতে বিভিন্ন ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালীন নিরাময় নার্সিং হোমসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়মের লক্ষণ দেখতে পান। এসময় তাদেরকে সতর্ক করেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনিয়ম ঠিক করতে নির্দেশ দেন সকল ক্লিনিক মালিক ও ডায়াগনস্টিক মালিকদেরকে। সময় অতিবাহিত হলেও নিরাময় নার্সিং হোমের মালিক কোন প্রকার অনিয়মতো দূরে থাক জবাব দেয়নি চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগকে।এদিকে চুয়াডাঙ্গার নিরাময় নার্সিং হোমের বর্তমান মালিক সাইদুর রহমান আবদুল হামিদ নামক এক ব্যক্তির নিকট গত ১০ বছর আগে এই ক্লিনিকটি কিনেন। তা বেআইনিভাবে চালানো হতো বলে জানা গেছে। ক্লিনিকের তিন শিফটে একজন করে এমবিবিএস ডাক্তার ও সার্বক্ষণিক একজন ডাক্তার থাকা অবশ্যক। ছয়জন ডিপ্লোমা নার্স ক্লিনিকে থাকতে হবে। কিন্তু কোনটাই মানা হচ্ছে নয়া ওই নিরাময় নার্সিং হোমে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, বিভিন্ন অনিয়মের কারণে চুয়াডাঙ্গা নিরাময় নার্সিং হোমের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সকল অনিয়মগুলো সংশোধন করে নিয়মের মধ্যে এলেই ক্লিনিকটা পুনরায় চালু করে দেয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও সেবা প্রদানে ইতিমধ্যে বিতর্কিত এই নিরাময় নার্সিং হোম ও মালিক সাইদুর রহমান।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ