চুয়াডাঙ্গা প্রতিনিধি:দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মের পাটাতন ধ্বসে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে যাত্রী সাধারনের দূর্ভোগ পোহাতে হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই ধ্বসে পড়া স্থানটি দ্রুত মেরামত করার দাবি তুলেছে ভুক্তভোগীরা। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দর্শনা হল্ট স্টেশনের উপর দিয়ে কাঁচামাল বোঝাই ভ্যানগাড়ি নিয়ে যাওয়ার সময় ওসমানের দোকানের সামনে যাত্রী সাধারণদের চলাচলের স্থানে প্লাটফর্মের পাটাতন ধ্বসে পড়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে যাত্রী সাধারণের চলাচলের জন্য একমাত্র রাস্তাটির পাটাতন ভেঙ্গেপড়ায় স্থানটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে করে স্টেশনের প্লাটফর্মের উপর দিয়ে চলাচলরত সাধারণ মানুষসহ যাত্রী সাধারনের বিঘœ সৃষ্টি হচ্ছে। ধ্বসে পড়া স্থানে গর্তের মধ্যে পড়ে কোন ব্যক্তি বা যাত্রী সাধারণ বিপদের সম্মুক্ষিন হতে না হয় সেজন্য ওই স্থানে সতর্ক সংকেত হিসাবে লাল কাপড় দিয়ে রাখা হয়েছে। তাই এলাকার সাধারণ মানুষসহ যাত্রী সাধারণ বড় ধরনের দূর্ঘটনার কবল বাঁচতে ধ্বসে পড়া স্থানটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।






















































