এবিএস রনি শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ৭৬০ কার্টন বিদেশি (কোরিয়ান) সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার ভোরে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক থেকে এ সিগারেটের চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৪৯ জানায়, গোপন খবরের মাধ্যমে জানতে পেরে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক অভিযান চালায় বিজিবি-৪৯ যশোর ক্যাম্পের একটি দল। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০টি ব্যাগে ৭৬০ কার্টন সিগারেট রেখে পালিয়ে যায় চোরাচালানীরা। যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার শ্রী হারাধন বলেন, উদ্ধারকৃত সিগারেট বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।