শিরোনাম :
Logo জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা Logo শ্রীরাধার প্রেম ও প্রার্থনায় মুখর ইবির টিএসএসসি প্রাঙ্গণ Logo চবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Logo রাকসু নিয়ে উত্তেজনা ; বক্তব্য দেওয়ার সময় শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ Logo মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী Logo চাঁদপুরে মাদক নির্মূলে সাহসিকতার সাথে কাজ করছে সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান Logo পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা – ঐক্যবদ্ধভাবে মিলনকে এমপি করার অঙ্গীকার Logo ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে : অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo খুবিতে প্রথম আলো বন্ধুসভা ও খুবিসাস আয়োজিত কর্মশালা Logo কচুয়ার পূর্ব বিতারা জামালিয়া নূরানী হাফেজিয়া মাদরাসায় ছাত্রদের সবক প্রদান ও দোয়া মাহফিল

বীরগঞ্জ সহকারী কমিশনার-ভূমি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবীকে জরিমানা করায়, ক্ষুব্ধ আইনজীবীরা মানববন্ধন করেছে

  • আপডেট সময় : ০৯:১৯:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) বরখাস্তের দাবিতে বৃহস্পতিবার জেলার আইনজীবী সমিতির নেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) বিরোদা রানী রায় গত মঙ্গলবার তার কার্যালয়ে মামলার শুনানি কালে আইনজীবী পরিচয় দিয়ে নিরোদ বিহারী রায় সেখানে প্রবেশ করলে এসিলেন্ড তাকে বেরিয়ে যেতে বলে। এ ঘটনায় কথা কাটাকাটির একপর্য্যয়ে এসিলেন্ড সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবী বিনোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা করেন, অনাদায়ে ১ দিনের জেল রায় দেয়। প্রবিন আইনজীবী ঐ ঘটনা জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ করলে আইনজীবীদের দাবির মুখে ওই দিনই সহকারী কমিশনার বিরোদা রানী রায়কে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করা হয়।

আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগে নিরোদ বিহারী রায় বলেন, ‘জমি সংক্রান্ত একটি মিস কেসে শুনানির জন্য এসিল্যান্ডের কক্ষে গিয়ে ফাঁকা একটি চেয়ারে বসেন। এ সময় এসিল্যান্ড বিরোদা রানী তাঁর কক্ষে প্রবেশের কারণ জানতে চান। তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে জমি সংক্রান্ত একটি মিস কেসের শুনানির জন্য এসেছেন বলে জানান। তখন বিরোদা রানী এ বিষয়ে পরে কথা হবে বলে দ্রুত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এতে আইনজীবী অস্বীকৃতি জানালে সহকারী কমিশনার কেসের শুনানি করবেন না বলে জানান। এর প্রতিবাদ জানালে বিরোদা রানী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

বৃহস্পতিবার মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খতিব উদ্দিন, সহ সভাপতি আবু আলী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সরকার, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক একরামুল আমিন, নারী ও শিশু আদালতের পিপি মেহেবুব চৌধুরী প্রমুখ। আইনজীবীকে লাঞ্ছিত ও অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। এ জন্য তারা বিরোদা রানী রায় বরখাস্তের দাবিতে কর্মসূচি পালন করে যাচ্ছে। বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে মানববন্ধন করেছেন জেলার আইনজীবীরা।

এ বিষয়ে এসিল্যান্ড বিরোদা রানী রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি। আইনজীবীর সঙ্গে বিরোধের জন্য নয় জনস্বার্থে তাকে বদলি করা হয়েছে। গত বুধবারও একই দাবিতে সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা

বীরগঞ্জ সহকারী কমিশনার-ভূমি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবীকে জরিমানা করায়, ক্ষুব্ধ আইনজীবীরা মানববন্ধন করেছে

আপডেট সময় : ০৯:১৯:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) বরখাস্তের দাবিতে বৃহস্পতিবার জেলার আইনজীবী সমিতির নেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) বিরোদা রানী রায় গত মঙ্গলবার তার কার্যালয়ে মামলার শুনানি কালে আইনজীবী পরিচয় দিয়ে নিরোদ বিহারী রায় সেখানে প্রবেশ করলে এসিলেন্ড তাকে বেরিয়ে যেতে বলে। এ ঘটনায় কথা কাটাকাটির একপর্য্যয়ে এসিলেন্ড সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবী বিনোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা করেন, অনাদায়ে ১ দিনের জেল রায় দেয়। প্রবিন আইনজীবী ঐ ঘটনা জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ করলে আইনজীবীদের দাবির মুখে ওই দিনই সহকারী কমিশনার বিরোদা রানী রায়কে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করা হয়।

আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগে নিরোদ বিহারী রায় বলেন, ‘জমি সংক্রান্ত একটি মিস কেসে শুনানির জন্য এসিল্যান্ডের কক্ষে গিয়ে ফাঁকা একটি চেয়ারে বসেন। এ সময় এসিল্যান্ড বিরোদা রানী তাঁর কক্ষে প্রবেশের কারণ জানতে চান। তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে জমি সংক্রান্ত একটি মিস কেসের শুনানির জন্য এসেছেন বলে জানান। তখন বিরোদা রানী এ বিষয়ে পরে কথা হবে বলে দ্রুত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এতে আইনজীবী অস্বীকৃতি জানালে সহকারী কমিশনার কেসের শুনানি করবেন না বলে জানান। এর প্রতিবাদ জানালে বিরোদা রানী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

বৃহস্পতিবার মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খতিব উদ্দিন, সহ সভাপতি আবু আলী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সরকার, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক একরামুল আমিন, নারী ও শিশু আদালতের পিপি মেহেবুব চৌধুরী প্রমুখ। আইনজীবীকে লাঞ্ছিত ও অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। এ জন্য তারা বিরোদা রানী রায় বরখাস্তের দাবিতে কর্মসূচি পালন করে যাচ্ছে। বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন শেষে মানববন্ধন করেছেন জেলার আইনজীবীরা।

এ বিষয়ে এসিল্যান্ড বিরোদা রানী রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি। আইনজীবীর সঙ্গে বিরোধের জন্য নয় জনস্বার্থে তাকে বদলি করা হয়েছে। গত বুধবারও একই দাবিতে সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।