ঝিনাইদহ প্রতিনিধিঃ “সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তজার্তিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে শৈলকুপার মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি র্যালী বের করে। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা প্রতিবন্ধি সেবা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ আল আসাদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রতিবন্ধি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইসরাইল হোসেন। বক্তারা, প্রতিবন্ধি শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
রবিবার
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ