মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর রামগঞ্জে চাটখিল সীমান্তবর্তি দক্ষিন মমিনপুর তরিক উল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইতি আক্তারকে ধর্ষন শেষে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে রামগঞ্জ উপজেলার গাজীপুরে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী।
আজ সোমবার দুপুরে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের বদরপুর দারুল কোরানীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বদরপুর ব্যবসায়ীদের যৌথ উগ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সামনে সড়কে মানবন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে করপাড়া ইউপির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।
উল্লেখ্য ঃ গত ২০ নভেম্বর সোমবার রাতে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী এলাকার দক্ষিণ মমিনপুর গ্রামের মোল্যা বাড়ীর পাশে একটি বালুর নিচ থেকে রিয়া আক্তার ইতি নামের ৮ বছরের কন্যা শিশুর অর্ধ উলঙ্গ ও পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ইতি আক্তারকে ধর্ষন শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
গত ১৮ নভেম্বর শনিবার সন্ধার পর ইতি মা’কে খুজতে গিয়ে রিয়া আক্তার ইতি নিখোঁজ হয়। ইতি মমিনপুর তরিক উল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিলো।
চাটখিল থানার ওসি (তদন্ত) জানান,আমরা সন্ধেহ ভাজন রাব্বি (২০) নামের একজন কে গ্রেপ্তার করেছি ,ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।




















































