টেকনাফ প্রতিনিধি: টেকনাফ সদর ইউনিয়নের জাতীয় ছাত্র সমাজের সভাপতি দেলোয়ার হত্যার বিচারের দাবিতে উপজেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার ১৮ নভেম্বর বিকাল ৩ টার দিকে মিছিলটি টেকনাফ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শাপলাচত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় টেকনাফ উপজেলার জাতীয় ছাত্র সমাজের সভাপতি আবদুল ওয়াজেদের সভাপতিত্বে ও টেকনাফ পৌরসভার জাতীয় পাটির সদস্য সচিব শাহজাহান, এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজ্বী মো: ইলিয়াছ, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা পরির্ষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা পাটির সাধারণ সম্পাদিকা আসমাউল হোসনা, বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা জাতীয় পাটির সহ-সভাপতি মোশারফ হোসন দুলাল, জেলা জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা সাজেদা হক, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মৌলভী জাহাঙ্গীল আলম, টেকনাফ পৌরসভার জাতীয় পাটির সভাপতি ইসমাইল কালু, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াবুল হক। উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক পাটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো: ইসলাম, বাহারছড়া ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবদুল জাব্বার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শাহপরীরদ্বীপ জাতীয় পাটির সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি নুর মোহাম্মদ, হোয়াইক্যং ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইসমাইল, সাধারন সম্পাদক বনি আমিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের নেতা গফুর আলম গুরা, নুরুল আবছার, সাদেক প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সন্ত্রাসীদের হাতে নিহত দেলোয়ার টেকনাফে শিক্ষাঙ্গনে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অপোষহীন ভাবে প্রতিবাদী ছিলেন। দীর্ঘ দিন ধরে সে এলাকার ইয়াবাসহ নানা রকম অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। জনমত গড়ে তুলেছে এলাকায়। মূলতঃ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের কাল হলো ছাত্র নেতা দেলোয়ারের। বক্তারা আরো বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা মনে করেছে একজন দেলোয়ারকে খুন করে পার পাওয়া যাবে। খুনের মাধ্যমে পুরো ছাত্র সমাজকে জাগিয়ে দেয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা খুনের প্রতিটা রক্তের ফোঁটার বদলা নিতে হাজারো কর্মী মাঠে নেমেছে। আগামী এক সাপ্তাহ মধ্যে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পরের পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দিবাগত ৭ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার রাস্তার সামনে কুপিয়ে হত্যা করা হয় মেধাবী ছাত্র নেতা দেলোয়ার হোসেন (২০) কে। এ ঘটনায় স্থানীয় সন্ত্রাসীদের একটি চিহ্নিত অপরাধীচক্র জড়িত।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ