এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালিয়ে (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে রবিবার বিকাল ৪ টার সময় দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর নামক স্থানে মটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংর্ঘসে ১ ছাত্রী নিহত হয়েছে। নিহত ছাত্রীর নাম নিশি (১৮)। সে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ী গ্রামের রেজাউল ইসলাম মাষ্টারের মেয়ে। মটর সাইকেল চালক ভাই আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, নিহত নিশিকে তার বড় ভাই আশা এনজিওর কর্মকর্তা আরমান ইসলাম (২৮) হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালিয়ে (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষা দিয়ে মটর সাইকেলে করে বাড়ী ফিরছিল। পথিমধ্যে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ভাই বোন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকিৎসক নিশিকে মৃত ঘোষণা করেন।ভাই আরমানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার
১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ