নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার (৩০ অক্টোবর) পাচঁরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রমীলা ফুটবল দল বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় খেলায় অংশগ্রহনের সুযোগ পাওয়া নান্দাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ গোলদাতা হালিমা খাতুনকে ১০ হাজার এবং বাকী ১৭ জন খেলোয়াড় প্রত্যেককে উপজেলা পরিষদ তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান।




















































