মো: সুমন আলী খাঁন,হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক মহিলার টুকরো টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে । úুলিশ ও স্থানীয়দের ধারণা মহিলাটি পাগল ভোর রাতে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু হয় । স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসার নিকটে আইনগাঁও নামকস্থানে একটি লাশের টুকরো টুকরো অংশ দেখতে পান স্থানীয় লোকজন। বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে । আইনগাঁও এলাকার জামিল আহমেদ নামে একজন জানান, লাশটি সকালে পড়ে থাকতে দেখতে দেখে,স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেই,লাশটি দেখে চিনার কোনো উপায় নেই । শেরপুর হাইওয়ে পুলিশের ওস ভিমল চন্দ্র ভৌমিক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ দেখতে পাই,ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন আলামত দেখে আমরা ধারণা করছি মহিলাটি একজন পাগল,রাতে অজ্ঞাত কোনো গাড়ির নিচে পড়ে তার মৃত্যু হয়,পরে মহাসড়কে চলাচল করা গাড়ি একে একে চাপা দিতে থাকলে লাশের অবস্থা মারাত্মক আকার ধারণ করে যার ফলে বয়স কত হবে তা বলা যাচ্ছেনা। লাশটি সিলেট আনজুমান মফিদুলে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশের কর্মকর্তা ।




















































