শিরোনাম :
Logo শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির Logo সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশীকে আটক করে বিজিবির হাতে দিল বিএসএফ Logo তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা Logo সিরাজগঞ্জে সড়কদ্বীপে আগাছা পরিস্কার Logo চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা Logo অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান হিরো মনির Logo কয়রায় সিপিপির আড়ালে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ Logo চাঁদপুর সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের যোগদান Logo খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

বছরের শুরুতে দঙ্গলের ঝুলিতে প্রথম পুরস্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শাহরুখের সঞ্চালনায় ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হল ৬২তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। একদিকে যেমন সেরা অভিনেতার খেতাব পেলেন আমির। অভিনেত্রী আলিয়া ভাট। সঙ্গীতের জন্য তিনটি পুরস্কার অ্যায় দিল হে মুশকিল। আর জীবনকৃতি সম্মানে সম্মানিত শত্রুঘ্ন সিন্হা।

সেরা অভিনেতা আমির খান। সেরা ছবি দঙ্গল। দঙ্গলের জন্য সেরা পরিচালক নীতিশ তিওয়ারি। সঙ্গে দঙ্গলে সেরা অ্যাকশনের জন্য পুরস্কৃত শ্যাম কুশল। এইভাবেই বছর শুরুর প্রথম মাসে দঙ্গলের ঝুলিতে প্রথম পুরস্কার। চারটি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নিল আমির অভিনীত সিনেমা হলে রেকর্ড গড়া এই ছবি। উড়তা পঞ্জাবে জন্য সেরা অভিনেত্রীর খেতাব আলিয়া ভাটের মুকুটে। শ্রীদেবীর হাত থেকে এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আলিয়া। পাশাপাশি এই ছবির জন্য ক্রিটিক চয়েসে সেরা অভিনেতা শাহিদ কাপুর। ছবিটি জিতেছে আরও দুটি পুরস্কার।

ক্রিটিক চয়েসে নীরজার জন্য সোনম হলেন সেরা অভিনেত্রী। সেরা ছবি নীরজা। সেরা সহ অভিনেত্রী শাবানা আজমি। সেরা সম্পাদনা ও সেরা সিনেমাটোগ্রাফি। প্রত্যাশা মতই নীরজার ঝুলিতে এল পাঁচটি পুরস্কার। পাঁচটি পুরস্কার কাপুর অ্যান্ড সনস ছবিরও। সেরা স্ক্রিন প্লে, সেরা গল্প, সেরা ব্যাকগ্রাউন্স স্কোর। সকলকে পিছনে ফেলে ঋষি কাপুর তার অভিনয়ের জন্য ছিনিয়ে নিলেন সেরা সহ অভিনেতার সম্মান। আবার আদিল শেখ পুরস্কৃত  কাপুর অ্যান্ড সনসের কর গয়ি চুল গানে কোরিওগ্রাফির জন্য।

অনিরুদ্ধ রায়চৌধুরির পিঙ্ক এত ছবির মাঝেও ছিনিয়ে নিল সেরা ডায়লগের খেতাবটি। লাইফটাইম পুরস্কারে পুরস্কৃত শত্রুঘ্ন সিনহা। অ্যায় দিল হ্যায় মুশকিলের জন্য সেরা অ্যালবামের ট্রফি ব্যাগে পুরলেন প্রীতম, অ্যায় দিল হ্যায় মুশকিল টাইট্রেল ট্র্যাকের জন্য সেরা প্লে-ব্যাক সিঙ্গার অরিজিত্‍ সিং। চান্না মেরেয়া গানের জন্য সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য। সঙ্গে আর ডি বর্মন নতুন মিউজিক ট্যালেন্ট লিস্টে বুল্লেয়া গানের জন্য ট্রফি হাতে অমিত মিশ্র। সুলতানের ঝুলিতে একটি পুরস্কার। জাগ ঘুমিয়ে গানের জন্য সেরা প্লে-ব্যাক গায়িকা নেহা ভাসিন। আমির, সালমান পুরস্কৃত। পুরস্কৃত হল শাহরুখের ছবিও সেরা ভিশ্যুয়াল এফেক্টসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির

বছরের শুরুতে দঙ্গলের ঝুলিতে প্রথম পুরস্কার !

আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

শাহরুখের সঞ্চালনায় ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হল ৬২তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। একদিকে যেমন সেরা অভিনেতার খেতাব পেলেন আমির। অভিনেত্রী আলিয়া ভাট। সঙ্গীতের জন্য তিনটি পুরস্কার অ্যায় দিল হে মুশকিল। আর জীবনকৃতি সম্মানে সম্মানিত শত্রুঘ্ন সিন্হা।

সেরা অভিনেতা আমির খান। সেরা ছবি দঙ্গল। দঙ্গলের জন্য সেরা পরিচালক নীতিশ তিওয়ারি। সঙ্গে দঙ্গলে সেরা অ্যাকশনের জন্য পুরস্কৃত শ্যাম কুশল। এইভাবেই বছর শুরুর প্রথম মাসে দঙ্গলের ঝুলিতে প্রথম পুরস্কার। চারটি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নিল আমির অভিনীত সিনেমা হলে রেকর্ড গড়া এই ছবি। উড়তা পঞ্জাবে জন্য সেরা অভিনেত্রীর খেতাব আলিয়া ভাটের মুকুটে। শ্রীদেবীর হাত থেকে এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আলিয়া। পাশাপাশি এই ছবির জন্য ক্রিটিক চয়েসে সেরা অভিনেতা শাহিদ কাপুর। ছবিটি জিতেছে আরও দুটি পুরস্কার।

ক্রিটিক চয়েসে নীরজার জন্য সোনম হলেন সেরা অভিনেত্রী। সেরা ছবি নীরজা। সেরা সহ অভিনেত্রী শাবানা আজমি। সেরা সম্পাদনা ও সেরা সিনেমাটোগ্রাফি। প্রত্যাশা মতই নীরজার ঝুলিতে এল পাঁচটি পুরস্কার। পাঁচটি পুরস্কার কাপুর অ্যান্ড সনস ছবিরও। সেরা স্ক্রিন প্লে, সেরা গল্প, সেরা ব্যাকগ্রাউন্স স্কোর। সকলকে পিছনে ফেলে ঋষি কাপুর তার অভিনয়ের জন্য ছিনিয়ে নিলেন সেরা সহ অভিনেতার সম্মান। আবার আদিল শেখ পুরস্কৃত  কাপুর অ্যান্ড সনসের কর গয়ি চুল গানে কোরিওগ্রাফির জন্য।

অনিরুদ্ধ রায়চৌধুরির পিঙ্ক এত ছবির মাঝেও ছিনিয়ে নিল সেরা ডায়লগের খেতাবটি। লাইফটাইম পুরস্কারে পুরস্কৃত শত্রুঘ্ন সিনহা। অ্যায় দিল হ্যায় মুশকিলের জন্য সেরা অ্যালবামের ট্রফি ব্যাগে পুরলেন প্রীতম, অ্যায় দিল হ্যায় মুশকিল টাইট্রেল ট্র্যাকের জন্য সেরা প্লে-ব্যাক সিঙ্গার অরিজিত্‍ সিং। চান্না মেরেয়া গানের জন্য সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য। সঙ্গে আর ডি বর্মন নতুন মিউজিক ট্যালেন্ট লিস্টে বুল্লেয়া গানের জন্য ট্রফি হাতে অমিত মিশ্র। সুলতানের ঝুলিতে একটি পুরস্কার। জাগ ঘুমিয়ে গানের জন্য সেরা প্লে-ব্যাক গায়িকা নেহা ভাসিন। আমির, সালমান পুরস্কৃত। পুরস্কৃত হল শাহরুখের ছবিও সেরা ভিশ্যুয়াল এফেক্টসে।