ঐশ্বরিয়াকে যেভাবে প্রোপজ করেন অভিষেক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫২:১৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডে ঐশ্বরিয়া আর অভিষেকের জুটি নিয়ে সবসময়ই জল্পনা চলতে থাকে। বলিউডের ফেমাস জুটি গুলির মধ্যে তাঁদের জুটি অন্যতম। তবে এই জুটি প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন কিভাবে জানেন? অভিষেক অ্যাশকে প্রেম নিবেদনই বা কিভাবে করেছিলেন? তাঁদের রাজকীয় বিয়ের কথা তো সকলেরই জানা। প্রেমের পথ শুরু কিভাবে হয়েছিল কেউ জানেন না।

সম্প্রতি অভিষেকের একটি ট্যুইটে এই রহস্যের সমাধান হয়েছে। সে তার পোস্টটিতে লেখেন, “১০ বছর আগে নিউ ইয়র্কে কনকনে ঠাণ্ডায় একটি ব্যালকনিতে সে (ঐশ্বরিয়া) আমায় ‘হ্যাঁ’ বলেন”। এই পোস্টটির পরই জানা যায় অভিষেক আর ঐশ্বরিয়ার প্রেমের ইতিহাস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঐশ্বরিয়াকে যেভাবে প্রোপজ করেন অভিষেক !

আপডেট সময় : ০৪:৫২:১৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডে ঐশ্বরিয়া আর অভিষেকের জুটি নিয়ে সবসময়ই জল্পনা চলতে থাকে। বলিউডের ফেমাস জুটি গুলির মধ্যে তাঁদের জুটি অন্যতম। তবে এই জুটি প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন কিভাবে জানেন? অভিষেক অ্যাশকে প্রেম নিবেদনই বা কিভাবে করেছিলেন? তাঁদের রাজকীয় বিয়ের কথা তো সকলেরই জানা। প্রেমের পথ শুরু কিভাবে হয়েছিল কেউ জানেন না।

সম্প্রতি অভিষেকের একটি ট্যুইটে এই রহস্যের সমাধান হয়েছে। সে তার পোস্টটিতে লেখেন, “১০ বছর আগে নিউ ইয়র্কে কনকনে ঠাণ্ডায় একটি ব্যালকনিতে সে (ঐশ্বরিয়া) আমায় ‘হ্যাঁ’ বলেন”। এই পোস্টটির পরই জানা যায় অভিষেক আর ঐশ্বরিয়ার প্রেমের ইতিহাস।