শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo জেলা পুশিল সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo ধুলিহরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা Logo মনোনয়ন উত্তোলন করেছেন গনফোরামের প্রার্থী অ্যাড. সেলিম আকবর Logo সুন্দরবনের পরিবেশ ও জীবিকা উন্নয়নে কয়রায় প্রকল্প সভা অনুষ্ঠিত Logo মিথাইল ও বিষাক্ত স্পিরিট অপব্যবহার রোধে চাঁদপুরে সচেতনতামূলক সভা Logo সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত Logo নানা আয়োজনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন

মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৪১:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে মেহেরপুরে ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকদের সাথে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর কার্যক্রম ও অর্জন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আমঝুপি মউকএর নিজেস্ব হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি এডুৃকেশন ওয়াচ গ্রুপএর সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা , ওয়াচ গ্রুপএর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউকএর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভায় আমঝুপি, আমদহ মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নের ওয়াচ গ্রুপএর কার্যক্রম,অর্জনসমুহ ও ওয়াচ গ্রুপএ লক্ষ উদ্দেশ্য তুলে ধরেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ।
সভায় মেহেরপুর জেলার আমঝুপি , আমদহ, মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নে প্রত্যাশা প্রকল্পের মাধ্যেমে বাস্তবায়িত প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা চিহিৃতকরণ, ঝওে পড়ারোধ, শতভাগ ভর্তি নিশ্চিত, মান-সম্মত শিক্ষা এবং বিদ্যালয় গুলিতে বিভিন্ন বৈষম্য দুরীকরণ এসএমসি, পিটিএ, স্লিপ ও সামাজিক মূল্যায়ন কমিটি গুলো সক্রিয়া রাখতেওয়াচ গ্রুপএর বিভিন্ন কার্যক্রম ও অর্জনসমুহ এ সভায় আলোচনা করা হয়। মতবিনিময় সভায় মেহেরপুর জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়া প্রতিনিধিসহ কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপএর সদস্যগন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা

আপডেট সময় : ০৬:৪১:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০১৭

মেহেরপুর প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে মেহেরপুরে ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকদের সাথে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর কার্যক্রম ও অর্জন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আমঝুপি মউকএর নিজেস্ব হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি এডুৃকেশন ওয়াচ গ্রুপএর সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা , ওয়াচ গ্রুপএর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউকএর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভায় আমঝুপি, আমদহ মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নের ওয়াচ গ্রুপএর কার্যক্রম,অর্জনসমুহ ও ওয়াচ গ্রুপএ লক্ষ উদ্দেশ্য তুলে ধরেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ।
সভায় মেহেরপুর জেলার আমঝুপি , আমদহ, মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নে প্রত্যাশা প্রকল্পের মাধ্যেমে বাস্তবায়িত প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা চিহিৃতকরণ, ঝওে পড়ারোধ, শতভাগ ভর্তি নিশ্চিত, মান-সম্মত শিক্ষা এবং বিদ্যালয় গুলিতে বিভিন্ন বৈষম্য দুরীকরণ এসএমসি, পিটিএ, স্লিপ ও সামাজিক মূল্যায়ন কমিটি গুলো সক্রিয়া রাখতেওয়াচ গ্রুপএর বিভিন্ন কার্যক্রম ও অর্জনসমুহ এ সভায় আলোচনা করা হয়। মতবিনিময় সভায় মেহেরপুর জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়া প্রতিনিধিসহ কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপএর সদস্যগন উপস্থিত ছিলেন।