এখনো আছে নিশাচর তোতাপাখি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫০:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বিরল প্রজাতির পাখিগুলোর একটি নিশাচর তোতাপাখি। কিন্তু এক শতাব্দীরও বেশি সময় ধরে এ পাখিটি কারও চোখে পড়েনি।
তাই আশঙ্কা করা হয়েছিল নিশাচর তোতাপাখি বিলুপ্তই হয়ে গেছে।

২০১৩ সালে প্রথমবারের কুইন্সল্যান্ডে পরিবেশ কর্মী জন ইয়ং নিশাচর তোতাপাখির একটি পালক ক্যামেরাবন্দী করেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার লেক আয়ারের কাছে তারা ওই পালকটি খুঁজে পান। এ থেকে তারা ধারণা করেন, দুর্গম এলাকায় এখনো আছে এই পাখি।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম পালকটি পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছে, সেটি নিশাচর তোতাপাখিরই। এটা এখন নিশ্চিত যে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এখনো আছে নিশাচর তোতা পাখি।

সূত্র : বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এখনো আছে নিশাচর তোতাপাখি !

আপডেট সময় : ১১:৫০:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বিরল প্রজাতির পাখিগুলোর একটি নিশাচর তোতাপাখি। কিন্তু এক শতাব্দীরও বেশি সময় ধরে এ পাখিটি কারও চোখে পড়েনি।
তাই আশঙ্কা করা হয়েছিল নিশাচর তোতাপাখি বিলুপ্তই হয়ে গেছে।

২০১৩ সালে প্রথমবারের কুইন্সল্যান্ডে পরিবেশ কর্মী জন ইয়ং নিশাচর তোতাপাখির একটি পালক ক্যামেরাবন্দী করেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার লেক আয়ারের কাছে তারা ওই পালকটি খুঁজে পান। এ থেকে তারা ধারণা করেন, দুর্গম এলাকায় এখনো আছে এই পাখি।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম পালকটি পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছে, সেটি নিশাচর তোতাপাখিরই। এটা এখন নিশ্চিত যে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এখনো আছে নিশাচর তোতা পাখি।

সূত্র : বিবিসি