নিউজ ডেস্ক:
গতকাল রোববার (৮ জানুয়ারি ) রাতে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলটন হোটেলে বসেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৪তম আসর। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন।
গোল্ডেন গ্লোবের রেকর্ড ভেঙে সেরা অভিনেতা, অভিনেত্রী এবং সেরা চিত্রনাট্য, সেরা পরিচালকসহ সর্বাধিক ৭টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে লা লা ল্যান্ড সিনেমাটি। এবারের আসরের ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুনলাইট। সেরা অ্যানিমেশন সিনেমা নির্বাচিত হয়েছে জুটোপিয়া।
মুনলাইট সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা
চলুন দেখে নিই কারা পেলেন এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড :
সেরা চলচ্চিত্র (ড্রামা) : মুনলাইট
সেরা চলচ্চিত্র (কমেডি অথবা মিউজিক্যাল) : লা লা ল্যান্ড
সেরা অভিনেত্রী (ড্রামা) : ইসাবেলা হুপার্ট, এলে
সেরা অভিনেতা (ড্রামা) : ক্যাসে অ্যাফ্লেক, ম্যানচেস্টার বাই দ্য সি
সেরা অভিনেত্রী (কমেডি অথবা মিউজিক্যাল) : এমা স্টোন, লা লা ল্যান্ড
সেরা অভিনেতা (কমেডি অথবা মিউজিক) : রায়ান গোসলিং, লা লা ল্যান্ড
সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র) : ভায়োলা ডেভিস, ফেন্সেস
সেরা অরিজিনাল স্কোর : লা লা ল্যান্ড
সেরা অরিজিনাল সং : লা লা ল্যান্ড
আমেরিকান ক্রাইম স্টোরির কলাকুশলীরা
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র) : অ্যারন টেইলর জনসন, নকটার্নাল অ্যানিমেলস
সেরা পরিচালক (চলচ্চিত্র) : ডামিয়েন শাজেল, লা লা ল্যান্ড
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র) : ডামিয়েন শাজেল, লা লা ল্যান্ড
সেরা অ্যানিমেশন সিনেমা : জুটোপিয়া
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : দ্য ক্রাউন
সেরা টেলিভিশন সিরিয়াল (কমেডি অথবা মিউজিক্যাল) : অ্যাটলান্টা
সেরা টেলিভিশন লিমিটেড সিরিজ : দি পিপল ভি. ও. জে. সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি
সেরা অভিনেত্রী (টিভি মিনিসিরিজ) : সারাহ পলসন, দি পিপল ভি. ও. জে. সিম্পসন – আমেরিকান ক্রাইম স্টোরি
সেরা অভিনেতা (টিভি মিনিসিরিজ) : টম হিডেলস্টোন, দ্য নাইট ম্যানেজার
সেরা অভিনেত্রী (টিভি সিরিজ ড্রামা): ক্যারে ফয়, দ্য ক্রাউন
সেরা অভিনেতা (টিভি সিরিজ ড্রামা): বিলি বব থর্টন, গলিয়াথ
সেরা অভিনেত্রী (টিভি সিরিজ কমেডি অথবা মিউজিক) : ট্রেস এলিস রস, ব্ল্যাক-ইশ
সেরা অভিনেতা (টিভি সিরিজ কমেডি অথবা মিউজিক) : ডোনাল্ড গ্লোভার, আটলান্টা
সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, চলচ্চিত্র, মিনিসিরিজ) : অলিভিয়া কোলম্যান, দ্য নাইট ম্যানেজার
সেরা পার্শ্ব অভিনেতা (টেলিভিশন সিরিজ,চলচ্চিত্র, মিনিসিরিজ) : হিউ লরি, দ্য নাইট ম্যানেজার