সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ২০১৭-২০১৮ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার মুগবেলাই ফুলজোড় নদীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, জেলা মৎস্য অফিসার মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রনি চন্দ্র মন্ডল সহ পোনা মাছ গ্রহন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের ১০টি পয়েন্টে পর্যায়ক্রমে ৫শ’ ৩৫ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ