নিউজ ডেস্ক:
তেলবাহী ট্যাংকারের সাথে মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর সংঘর্ষে নৌবাহিনীর পাঁচ নাবিক আহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটের দিকে সিঙ্গাপুরের উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস জন ম্যাককেইন সিঙ্গাপুরের পূর্বে বন্দরের দিকে যাচ্ছিল। এসময় লাইব্রেরিয়ান পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার দ্যা অ্যালনিক এমসি’র সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে রণতরীটির পাঁচ নাবিক আহত এবং ১০ জন নিখোঁজ হয়। এছাড়া, সংঘর্ষে রণতরীটির ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, নিখোঁজ নাবিকদের সন্ধানে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। সিঙ্গাপুরের নৌবাহিনী, পুলিশ কোস্ট গার্ড এবং মার্কিন সামরিক হেলিকপ্টার এতে অংশ নিয়েছে। মালয়েশিয়াও এ তল্লাশি অভিযানে যোগ দিয়েছে।
অন্যদিকে, ৩০ হাজার টনের ট্যাংকারটি সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল বলে জানা গেছে। তবে এর অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।
সূত্র: বিবিসি