শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

সৈকতে সামুদ্রিক পোকার কামড়ে রক্তাক্ত কিশোর !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:২০:১১ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ায় সামুদ্রিক পোকার কামড়ে রক্তাক্ত হয়েছে এক কিশোর। এক অজানা মাংসখেকো পোকা তার পায়ে এত মারাত্মকভাবে আক্রমণ চালায় যে ক্ষতবিক্ষত হয়ে রক্তে দুই পা ভেসে যায়।

১৬ বছরের ওই কিশোরের নাম স্যাম কানিজ। সম্প্রতি মেলবোর্ন শহরের ব্রাইটন সৈকতে সাগরের পানিতে নামে স্যাম। সে আধঘণ্টার মতো সময় কোমর পানিতে দাঁড়িয়ে ছিল।

স্যাম বলছিল, পানিতে থাকার সময় সে কিছুই টের পায় নি। কিন্তু পানি থেকে ওঠার পর সে দেখতে পায় যে তার দুই পা-ই ক্ষতবিক্ষত, এবং সেখান থেকে গড়িয়ে রক্ত পড়ছে।

তার বাবা জ্যারড কানিজে বলছিলেন, তার ছেলের পায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কোন যুদ্ধক্ষেত্রে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছে। তারা এটা কোন এক ধরণের মাংসখেকো সামুদ্রিক পোকার কামড়, তা একে সনাক্ত করার জন্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন।

কানিজে বলেন, আমরা তাকে দুটো হাসপাতালে নিয়ে গেলাম , কিন্তু কেউই বলতে পারছিল না যে স্যামের পায়ে আলপিন ফোটার মতো এই ক্ষতগুলো কি করে হলো।

কানিজ তখন নিজেই ঠিক করলেন যে ব্যাপারটা কি বের করতে হবে। তিনি সেই বীচে ফিরে গেলেন, এবং দেখলেন সেখানে পানিতে হাজার হাজার ছোট ছোট পোকা দেখা যাচ্ছে। তিনি জাল দিয়ে সেই পোকা ধরলেন। পোকাগুলো এখন বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলছেন, এগুলো কোন এক ধরণের সামুদ্রিক পোকা হতে পারে। যা সাগরের বিভিন্ন প্রাণীর মৃতদেহ খেয়ে বেঁচে থাকে।

বিজ্ঞানী ড. জেনেফর ওয়াকার-স্মিথ পোকাগুলো দেখে বলেছেন, সম্ভবত এগুলো লাইসিয়ানাসিড এ্যামফিপড নামের এক ধরণের সামুদ্রিক কীট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

সৈকতে সামুদ্রিক পোকার কামড়ে রক্তাক্ত কিশোর !

আপডেট সময় : ০১:২০:১১ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ায় সামুদ্রিক পোকার কামড়ে রক্তাক্ত হয়েছে এক কিশোর। এক অজানা মাংসখেকো পোকা তার পায়ে এত মারাত্মকভাবে আক্রমণ চালায় যে ক্ষতবিক্ষত হয়ে রক্তে দুই পা ভেসে যায়।

১৬ বছরের ওই কিশোরের নাম স্যাম কানিজ। সম্প্রতি মেলবোর্ন শহরের ব্রাইটন সৈকতে সাগরের পানিতে নামে স্যাম। সে আধঘণ্টার মতো সময় কোমর পানিতে দাঁড়িয়ে ছিল।

স্যাম বলছিল, পানিতে থাকার সময় সে কিছুই টের পায় নি। কিন্তু পানি থেকে ওঠার পর সে দেখতে পায় যে তার দুই পা-ই ক্ষতবিক্ষত, এবং সেখান থেকে গড়িয়ে রক্ত পড়ছে।

তার বাবা জ্যারড কানিজে বলছিলেন, তার ছেলের পায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কোন যুদ্ধক্ষেত্রে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছে। তারা এটা কোন এক ধরণের মাংসখেকো সামুদ্রিক পোকার কামড়, তা একে সনাক্ত করার জন্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন।

কানিজে বলেন, আমরা তাকে দুটো হাসপাতালে নিয়ে গেলাম , কিন্তু কেউই বলতে পারছিল না যে স্যামের পায়ে আলপিন ফোটার মতো এই ক্ষতগুলো কি করে হলো।

কানিজ তখন নিজেই ঠিক করলেন যে ব্যাপারটা কি বের করতে হবে। তিনি সেই বীচে ফিরে গেলেন, এবং দেখলেন সেখানে পানিতে হাজার হাজার ছোট ছোট পোকা দেখা যাচ্ছে। তিনি জাল দিয়ে সেই পোকা ধরলেন। পোকাগুলো এখন বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলছেন, এগুলো কোন এক ধরণের সামুদ্রিক পোকা হতে পারে। যা সাগরের বিভিন্ন প্রাণীর মৃতদেহ খেয়ে বেঁচে থাকে।

বিজ্ঞানী ড. জেনেফর ওয়াকার-স্মিথ পোকাগুলো দেখে বলেছেন, সম্ভবত এগুলো লাইসিয়ানাসিড এ্যামফিপড নামের এক ধরণের সামুদ্রিক কীট।