ডোকা লা নিয়ে নিরপেক্ষ অবস্থানে নেপাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোকা লা সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে ভারত এবং চীন। দুই প্রতিবেশীর লড়াইয়ে কোনও পক্ষে যাবে না নেপাল।

এমনটাই জানালেন নেপালের উপ প্রধানমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা। তার হাতে রয়েছে সে দেশের বিদেশ মন্ত্রালয়ও।

নেপাল চাইছে বেইজিং এবং দিল্লি শান্তিপূর্ণ কূটনৈতিক পথে পরিস্থিতির সমাধান করুক। বিভিন্ন সংবাদ মাধ্যমে নেপালের অবস্থান নিয়ে খবর প্রকাশিত হয়। কেউ বলে চীনের পক্ষে নেপাল। তো কারও বক্তব্য, দুই সেনার মুখোমুখি অবস্থান নিয়ে ভারতের দিকে তারা।

এ প্রসঙ্গে মাহারা পরিষ্কার করে জানিয়েছেন, কোনও পক্ষেই নেই তারা। ২৩ থেকে ২৭ আগস্ট ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

মাহারা আরও বলেছেন, কী নিয়ে এই বৈঠক হবে এখনও ঠিক হয়নি। তবে ভারত সফরের প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে ১৪ আগস্ট সরকারি সফরে নেপালে আসছেন চীনের উপ প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডোকা লা নিয়ে নিরপেক্ষ অবস্থানে নেপাল !

আপডেট সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ডোকা লা সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে ভারত এবং চীন। দুই প্রতিবেশীর লড়াইয়ে কোনও পক্ষে যাবে না নেপাল।

এমনটাই জানালেন নেপালের উপ প্রধানমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা। তার হাতে রয়েছে সে দেশের বিদেশ মন্ত্রালয়ও।

নেপাল চাইছে বেইজিং এবং দিল্লি শান্তিপূর্ণ কূটনৈতিক পথে পরিস্থিতির সমাধান করুক। বিভিন্ন সংবাদ মাধ্যমে নেপালের অবস্থান নিয়ে খবর প্রকাশিত হয়। কেউ বলে চীনের পক্ষে নেপাল। তো কারও বক্তব্য, দুই সেনার মুখোমুখি অবস্থান নিয়ে ভারতের দিকে তারা।

এ প্রসঙ্গে মাহারা পরিষ্কার করে জানিয়েছেন, কোনও পক্ষেই নেই তারা। ২৩ থেকে ২৭ আগস্ট ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

মাহারা আরও বলেছেন, কী নিয়ে এই বৈঠক হবে এখনও ঠিক হয়নি। তবে ভারত সফরের প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে ১৪ আগস্ট সরকারি সফরে নেপালে আসছেন চীনের উপ প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং।