ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে ধর্ষন ও পণ্যগ্রাফি মামলার আসামী খোকন মোল্লাকে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ। মহেশপুর থানার পুলিশের সাড়াশী অভিযানে পণ্যগ্রাফী মামলার আসামী খোকন মোল্লাকে কোটচাঁদপুর থানা থেকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মহেশপুর থানায় মামলা হওয়ার পর থেকে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেনি। খোকন গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতো। মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতারের জন্য কোটচাঁদপুর সার্কেল এসপি রেজাউল করিমের নেতৃত্বে কোটচাঁদপুর থানার নওদা-গা গ্রামে তার খালা বাড়ী থেকে শুক্রবার দিবাগত মধ্য রাত্রে তাকে আটক করা হয়। শনিবার সকালে ধর্ষন মামলার আসামী খোকন মোল্লাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্যঃ গত ২রা জুলাই আদালতের নির্দেশে মহেশপুর থানায় পর্ণ্যগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২এর ৮(১)(২)(৩) ধারায় একটি মামলা রেকর্ড করা হয়। যার নং-৩(৮)১৭। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই নাজমুল জানায়, খোকনকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।