সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

বাবার হাতে যে কারণে চড় খেয়েছিলেন সালমান!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাবার হাতে প্রচণ্ড এক চড় খেয়েছিলেন ছেলে সালমান খান। আর সেই চড় খেয়েই বদলে গিয়েছিলেন ‘সাল্লু ভাই’।
সালমানের বাবা সেলিম খান। চিত্রনাট্যকার হিসেবে সেলিম খানের সুনাম রয়েছে বলিউডে। হিন্দি চলচ্চিত্রে সেলিম-জাভেদ জুটি বিখ্যাত।

এ হেন সেলিম খান একবার ছেলের কাণ্ডকারখানা সহ্য করতে না পেরে সজোরে চড় কষিয়ে দিয়েছিলেন সালমানকে।
কিন্তু ছেলের অপরাধ কী ছিল? হঠাৎ সেলিম রেগেই বা গিয়েছিলেন কেন সালমানের উপরে? সে বহু পুরনো এক ঘটনা।

তখন সালমান ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটি সবে করেছেন। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সেই সময়ে হিট ছবি। সালমান ও ভাগ্যশ্রী জুটি বেশ ছাপ ফেলেছিল দর্শক মনে।
ছবিটি করার অব্যবহিত পরে টোকেন অ্যামাউন্ট হিসেবে পাঁচ হাজার টাকা পান সালমান। সিনেমার জন্য টোকেন অ্যামাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা। এখনকার দিনে সেই কথা ভাবাই যায় না।

যাই হোক, পাঁচ হাজার টাকা হাতে পেয়ে সালমান তো বাইক কিনবেন বলে স্থির করে নেন। বাইক পছন্দ করেন সালমান। এ কথা প্রায় সবারই জানা। ‘ইমাহা’ বাইক কিনবেন বলে মনস্থির করে ফেলেছিলেন তিনি।

বাবা সেলিমকে সেই কথা জানান ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত নায়ক। কিন্তু সেলিম তো সেই সব শুনে জানিয়ে দেন, কিছুতেই বাইক কেনা চলবে না। বাবার নিষেধাজ্ঞা শোনার পরে আর স্থির থাকতে পারেননি ‘সাল্লু ভাই’।

প্রচণ্ড রেগে যান তিনি। সালমানের রাগের কথা সবারই জানা। রাগের মুহূর্তে সালমান সবকিছু ভুলে গিয়ে সেই পাঁচ হাজার টাকা আগুনে পুড়িয়েই ফেললেন।

এই দৃশ্য সহ্য করতে পারেননি বাবা সেলিম। তার সামনে ছেলে টাকা পুড়িয়ে ফেলছে। টাকার মূল্যই তো জানে না ছেলে। সেলিম সজোরে এক চড় কষিয়ে দেন সালমানের গালে।

তার পর থেকেই সালমানের টাকাপয়সার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন সেলিম। বুঝেছিলেন ছেলের হাতে টাকা পড়লে সেগুলো নষ্ট হবে।
সালমানের ঘনিষ্ঠমহলে কান পাতলে এখনও শোনা যায়, বাবা সবক শেখানোর পর থেকে হাতে চেক পেলেই সঙ্গে সঙ্গে তা সেলিমের হাতে দেন সালমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

বাবার হাতে যে কারণে চড় খেয়েছিলেন সালমান!

আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বাবার হাতে প্রচণ্ড এক চড় খেয়েছিলেন ছেলে সালমান খান। আর সেই চড় খেয়েই বদলে গিয়েছিলেন ‘সাল্লু ভাই’।
সালমানের বাবা সেলিম খান। চিত্রনাট্যকার হিসেবে সেলিম খানের সুনাম রয়েছে বলিউডে। হিন্দি চলচ্চিত্রে সেলিম-জাভেদ জুটি বিখ্যাত।

এ হেন সেলিম খান একবার ছেলের কাণ্ডকারখানা সহ্য করতে না পেরে সজোরে চড় কষিয়ে দিয়েছিলেন সালমানকে।
কিন্তু ছেলের অপরাধ কী ছিল? হঠাৎ সেলিম রেগেই বা গিয়েছিলেন কেন সালমানের উপরে? সে বহু পুরনো এক ঘটনা।

তখন সালমান ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটি সবে করেছেন। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সেই সময়ে হিট ছবি। সালমান ও ভাগ্যশ্রী জুটি বেশ ছাপ ফেলেছিল দর্শক মনে।
ছবিটি করার অব্যবহিত পরে টোকেন অ্যামাউন্ট হিসেবে পাঁচ হাজার টাকা পান সালমান। সিনেমার জন্য টোকেন অ্যামাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা। এখনকার দিনে সেই কথা ভাবাই যায় না।

যাই হোক, পাঁচ হাজার টাকা হাতে পেয়ে সালমান তো বাইক কিনবেন বলে স্থির করে নেন। বাইক পছন্দ করেন সালমান। এ কথা প্রায় সবারই জানা। ‘ইমাহা’ বাইক কিনবেন বলে মনস্থির করে ফেলেছিলেন তিনি।

বাবা সেলিমকে সেই কথা জানান ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত নায়ক। কিন্তু সেলিম তো সেই সব শুনে জানিয়ে দেন, কিছুতেই বাইক কেনা চলবে না। বাবার নিষেধাজ্ঞা শোনার পরে আর স্থির থাকতে পারেননি ‘সাল্লু ভাই’।

প্রচণ্ড রেগে যান তিনি। সালমানের রাগের কথা সবারই জানা। রাগের মুহূর্তে সালমান সবকিছু ভুলে গিয়ে সেই পাঁচ হাজার টাকা আগুনে পুড়িয়েই ফেললেন।

এই দৃশ্য সহ্য করতে পারেননি বাবা সেলিম। তার সামনে ছেলে টাকা পুড়িয়ে ফেলছে। টাকার মূল্যই তো জানে না ছেলে। সেলিম সজোরে এক চড় কষিয়ে দেন সালমানের গালে।

তার পর থেকেই সালমানের টাকাপয়সার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন সেলিম। বুঝেছিলেন ছেলের হাতে টাকা পড়লে সেগুলো নষ্ট হবে।
সালমানের ঘনিষ্ঠমহলে কান পাতলে এখনও শোনা যায়, বাবা সবক শেখানোর পর থেকে হাতে চেক পেলেই সঙ্গে সঙ্গে তা সেলিমের হাতে দেন সালমান।