শেষ ভাষণেও মোদিকে সহিষ্ণুতার ‘বার্তা’ দিয়ে গেলেন প্রণব !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শেষ বক্তৃতাতেও পরোক্ষেভাবে মোদিকে ‘সহিষ্ণুতা’ আর ‘বহুত্ববাদে’র পাঠই পড়িয়ে গেলেন প্রণব মুখার্জি। এদিকে রাষ্ট্রপতি ভবনে প্রণবের বক্তৃতা-সংকলনের চতুর্থ সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে প্রণবের প্রাজ্ঞতা, সারল্য ও অভিভাবকত্বের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী মোদি বললেন, প্রণব আমাকে পথ দেখিয়েছেন, আমার অনেক ভুল শুধরে দিয়েছেন। আমার মধ্যে বদল এনেছেন। ’’ কোবিন্দও ছিলেন সেখানে। তার আগে জাতির উদ্দেশে শেষবারের জন্য বক্তৃতা দিলেন বিদায়ী রাষ্ট্রপতি। আর তাতে প্রণব শোনালেন সে-সব কথাই, যা নিয়ে মোদি আমলে বিতর্ক তুঙ্গে।

প্রণব মুখার্জি বললেন, প্রতিদিন চারদিকে হিংসা বাড়ছে। এই হিংসার শিকড়ে আছে ভয় আর অবিশ্বাস। ভারতের আত্মা থাকে বহুত্ববাদ ও সহিষ্ণুতায়। বিভিন্ন মতকে গ্রহণ করতে না পারলে ভাবনার মৌলিক চরিত্রটাই থাকে না। উল্লেখ্য, আজ শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

খবর: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেষ ভাষণেও মোদিকে সহিষ্ণুতার ‘বার্তা’ দিয়ে গেলেন প্রণব !

আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শেষ বক্তৃতাতেও পরোক্ষেভাবে মোদিকে ‘সহিষ্ণুতা’ আর ‘বহুত্ববাদে’র পাঠই পড়িয়ে গেলেন প্রণব মুখার্জি। এদিকে রাষ্ট্রপতি ভবনে প্রণবের বক্তৃতা-সংকলনের চতুর্থ সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে প্রণবের প্রাজ্ঞতা, সারল্য ও অভিভাবকত্বের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী মোদি বললেন, প্রণব আমাকে পথ দেখিয়েছেন, আমার অনেক ভুল শুধরে দিয়েছেন। আমার মধ্যে বদল এনেছেন। ’’ কোবিন্দও ছিলেন সেখানে। তার আগে জাতির উদ্দেশে শেষবারের জন্য বক্তৃতা দিলেন বিদায়ী রাষ্ট্রপতি। আর তাতে প্রণব শোনালেন সে-সব কথাই, যা নিয়ে মোদি আমলে বিতর্ক তুঙ্গে।

প্রণব মুখার্জি বললেন, প্রতিদিন চারদিকে হিংসা বাড়ছে। এই হিংসার শিকড়ে আছে ভয় আর অবিশ্বাস। ভারতের আত্মা থাকে বহুত্ববাদ ও সহিষ্ণুতায়। বিভিন্ন মতকে গ্রহণ করতে না পারলে ভাবনার মৌলিক চরিত্রটাই থাকে না। উল্লেখ্য, আজ শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

খবর: আনন্দবাজার।