বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার কেন্দ্রিয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।
এ সংক্রান্ত ব্যয় ব্যাংকের ‘সোস্যাল প্রজেক্ট’ খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ২০১৪ সালের ২২ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ  সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় অর্থ ও ত্রাণ (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরী ঔষুধ প্রভৃতি) সহায়তা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলোকে এই নির্দেশনার প্রাপ্তি স্বীকার করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে ৩৯টি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি আকারে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, একটি মানবিক ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকের মূল কার্যক্রমের সঙ্গে সিএসআরকে সম্পৃক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার জনসাধারণের সহযোগিতায় বেসরকারি মালিকানাধীন ও বিদেশি তফসিলি ব্যাংকগুলোর গৃহীত কার্যক্রম এবং দুর্গত এলাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের !

আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

দেশের কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার কেন্দ্রিয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।
এ সংক্রান্ত ব্যয় ব্যাংকের ‘সোস্যাল প্রজেক্ট’ খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ২০১৪ সালের ২২ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ  সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় অর্থ ও ত্রাণ (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরী ঔষুধ প্রভৃতি) সহায়তা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলোকে এই নির্দেশনার প্রাপ্তি স্বীকার করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে ৩৯টি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি আকারে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, একটি মানবিক ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকের মূল কার্যক্রমের সঙ্গে সিএসআরকে সম্পৃক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার জনসাধারণের সহযোগিতায় বেসরকারি মালিকানাধীন ও বিদেশি তফসিলি ব্যাংকগুলোর গৃহীত কার্যক্রম এবং দুর্গত এলাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।