শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার কেন্দ্রিয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।
এ সংক্রান্ত ব্যয় ব্যাংকের ‘সোস্যাল প্রজেক্ট’ খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ২০১৪ সালের ২২ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ  সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় অর্থ ও ত্রাণ (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরী ঔষুধ প্রভৃতি) সহায়তা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলোকে এই নির্দেশনার প্রাপ্তি স্বীকার করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে ৩৯টি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি আকারে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, একটি মানবিক ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকের মূল কার্যক্রমের সঙ্গে সিএসআরকে সম্পৃক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার জনসাধারণের সহযোগিতায় বেসরকারি মালিকানাধীন ও বিদেশি তফসিলি ব্যাংকগুলোর গৃহীত কার্যক্রম এবং দুর্গত এলাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের !

আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

দেশের কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার কেন্দ্রিয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।
এ সংক্রান্ত ব্যয় ব্যাংকের ‘সোস্যাল প্রজেক্ট’ খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ২০১৪ সালের ২২ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ  সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় অর্থ ও ত্রাণ (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরী ঔষুধ প্রভৃতি) সহায়তা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলোকে এই নির্দেশনার প্রাপ্তি স্বীকার করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে ৩৯টি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি আকারে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, একটি মানবিক ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকের মূল কার্যক্রমের সঙ্গে সিএসআরকে সম্পৃক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার জনসাধারণের সহযোগিতায় বেসরকারি মালিকানাধীন ও বিদেশি তফসিলি ব্যাংকগুলোর গৃহীত কার্যক্রম এবং দুর্গত এলাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।