শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

চোখ-মুখহীন যে রহস্যময় প্রাণী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৮:১৭ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পৃথিবীর বয়স কম হয়নি। তবু এখনও তার বুকে রয়ে গেছে অনেক অনাবিষ্কৃত রহস্য। আর সেই রহস্য ভেদ করতে মানুষের জুড়ি মেলা ভার। এখনও বিশ্বে এমন নানা জিনিস রয়ে গেছে, যা মানুষকে অবাক করে। এবার অদ্ভুত এক প্রাণীর খোঁজ মিলল ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে। মালিবুর লিও ক্যারিলো সমুদ্র সৈকতে ভেসে উঠল অদ্ভুত চেহারার একটি প্রাণীর মৃহদেহ। যার চোখ ও মুখ কিছুই নেই। শুধু শরীরের এক প্রান্ত থেকে বেরিয়ে রয়েছে দু’টি বৃহদাকার মাংসপিণ্ড। জীবটি আসলে কোন প্রজাতির, তাও বোঝা যাচ্ছে না। সৈকতে উপস্থিত এক ব্যক্তির প্রথমে এই বিরাটাকৃতি জীবটি চোখে পড়ে। দেখে বেশ অবাক হয়ে যান তিনি। মোবাইলে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয় আলোচনা। কেউই এধরনের প্রাণী আগে দেখেছেন বলে মনে করতে পারলেন না। তবে প্রাণীর মৃতদেহ সমুদ্র উপকূলে ভেসে ওঠায়

প্রাথমিকভাবে মনে করা হয়, হয়তো এটি জলেরই প্রাণী। এক নেটিজেন অবশ্য জানাচ্ছেন, আমেরিকার পশ্চিম উপকূলে অনেকটা এই শারীরিক গঠনের জীবই দেখতে পাওয়া যায়। তবে ছবির জীবটি বেশ কিছুদিন আগে মারা গেছে বলে মনে হয়। সেই কারণেই তার দেহের একাধিক অঙ্গ ক্ষয়ে গেছে। গভীর সমুদ্রের শ্যাওলা জাতীয় উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে এই প্রাণী। যার ফলে তাদের গায়ের রং লালচে ধরনের হয়ে থাকে। যিনি পোস্টটি করেছেন, তাঁর দাবি, জীবটি ৫ ইঞ্চি চওড়া এবং ওজন ৩.২ কেজি। প্রাণীটির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এমন অদ্ভুত প্রাণী যে এই প্রথমবার সৈকতে ভেসে উঠল, এমনটা নয়। চলতি বছরই পশ্চিম ইন্দোনেশিয়ার এক দ্বীপের বাসিন্দারা অতিকায় এক জন্তুর মৃতদেহ দেখেছিলেন। জানা গিয়েছিল, সেই প্রাণীর নাম আসরুল টুয়ানাকোটা। লাল পানি দেখেই সন্দেহ হয় অধিবাসীদের। সামুদ্রিক প্রাণীটি লম্বায় ছিল প্রায় ৫০ ফুট। পৃথিবীতে যে আজও বহু বিস্ময় অবশিষ্ট আছে, এইসব মৃত জন্তুই যেন মানুষকে তা মনে করিয়ে দেয় বারবার।

সূত্র: সংবাদ প্রতিদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

চোখ-মুখহীন যে রহস্যময় প্রাণী !

আপডেট সময় : ০১:০৮:১৭ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

পৃথিবীর বয়স কম হয়নি। তবু এখনও তার বুকে রয়ে গেছে অনেক অনাবিষ্কৃত রহস্য। আর সেই রহস্য ভেদ করতে মানুষের জুড়ি মেলা ভার। এখনও বিশ্বে এমন নানা জিনিস রয়ে গেছে, যা মানুষকে অবাক করে। এবার অদ্ভুত এক প্রাণীর খোঁজ মিলল ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে। মালিবুর লিও ক্যারিলো সমুদ্র সৈকতে ভেসে উঠল অদ্ভুত চেহারার একটি প্রাণীর মৃহদেহ। যার চোখ ও মুখ কিছুই নেই। শুধু শরীরের এক প্রান্ত থেকে বেরিয়ে রয়েছে দু’টি বৃহদাকার মাংসপিণ্ড। জীবটি আসলে কোন প্রজাতির, তাও বোঝা যাচ্ছে না। সৈকতে উপস্থিত এক ব্যক্তির প্রথমে এই বিরাটাকৃতি জীবটি চোখে পড়ে। দেখে বেশ অবাক হয়ে যান তিনি। মোবাইলে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয় আলোচনা। কেউই এধরনের প্রাণী আগে দেখেছেন বলে মনে করতে পারলেন না। তবে প্রাণীর মৃতদেহ সমুদ্র উপকূলে ভেসে ওঠায়

প্রাথমিকভাবে মনে করা হয়, হয়তো এটি জলেরই প্রাণী। এক নেটিজেন অবশ্য জানাচ্ছেন, আমেরিকার পশ্চিম উপকূলে অনেকটা এই শারীরিক গঠনের জীবই দেখতে পাওয়া যায়। তবে ছবির জীবটি বেশ কিছুদিন আগে মারা গেছে বলে মনে হয়। সেই কারণেই তার দেহের একাধিক অঙ্গ ক্ষয়ে গেছে। গভীর সমুদ্রের শ্যাওলা জাতীয় উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে এই প্রাণী। যার ফলে তাদের গায়ের রং লালচে ধরনের হয়ে থাকে। যিনি পোস্টটি করেছেন, তাঁর দাবি, জীবটি ৫ ইঞ্চি চওড়া এবং ওজন ৩.২ কেজি। প্রাণীটির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এমন অদ্ভুত প্রাণী যে এই প্রথমবার সৈকতে ভেসে উঠল, এমনটা নয়। চলতি বছরই পশ্চিম ইন্দোনেশিয়ার এক দ্বীপের বাসিন্দারা অতিকায় এক জন্তুর মৃতদেহ দেখেছিলেন। জানা গিয়েছিল, সেই প্রাণীর নাম আসরুল টুয়ানাকোটা। লাল পানি দেখেই সন্দেহ হয় অধিবাসীদের। সামুদ্রিক প্রাণীটি লম্বায় ছিল প্রায় ৫০ ফুট। পৃথিবীতে যে আজও বহু বিস্ময় অবশিষ্ট আছে, এইসব মৃত জন্তুই যেন মানুষকে তা মনে করিয়ে দেয় বারবার।

সূত্র: সংবাদ প্রতিদিন।