শিরোনাম :
Logo কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট Logo লক্ষ্মীপুরে ক্যান্সারে আক্রান্ত রোগীকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের নগদ অর্থ প্রদান Logo বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি Logo জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা Logo শ্রীরাধার প্রেম ও প্রার্থনায় মুখর ইবির টিএসএসসি প্রাঙ্গণ Logo চবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Logo রাকসু নিয়ে উত্তেজনা ; বক্তব্য দেওয়ার সময় শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ Logo মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী Logo চাঁদপুরে মাদক নির্মূলে সাহসিকতার সাথে কাজ করছে সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান Logo পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা – ঐক্যবদ্ধভাবে মিলনকে এমপি করার অঙ্গীকার

ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল আর নেই!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গানেই শুরুটা করেছিলেন। শেষটাও যেন গানের মতই হল। প্রখ্যাত ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার রাতে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের গোরিংয়ে নিজের বাসায় মৃত্যুবরণ করেন এই শিল্পী।

পপ সঙ্গীতপ্রেমীদের হৃদপিণ্ডে পেরেক ঠুকে সময়ের আগেই চলে গেলেন ব্রিটিশ সঙ্গীত ব্যক্তিত্ব জর্জ মাইকেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তাঁর, তা এখনও জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রোববার রাত ১১টার দিকে এক বিবৃতিতে তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মুখপাত্র। তবে পুলিশ বলেছে, এই মৃত্যুকে ঘিরে তারা সন্দেহজনক কোনো কিছু পায়নি।

লন্ডনের ফিনসলেতে জর্জ মাইকেলের জন্ম। দীর্ঘ পথ চলার পর অবশেষে অ্যান্ড্রু রিজলে-এর সঙ্গে সাক্ষাৎই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রিজলের সঙ্গে তৈরি করেন ‘হোয়্যাম’ গানের দল। কয়েকটি ফ্লপ অ্যালবামের পরে ‘মেক ইট বিগ’ তুমুল জনপ্রিয়তা পায়। ‘ওয়েক মি আপ বিফোর এউ গো গো’ হয়ে ওঠে ‘৮০-র দশকের যুবাকুলের অ্যান্থেম।

’৮০-এর দশকে অন্যতম সেরা পপ গায়কের স্বীকৃতি পেয়েছিলেন তিনি। একদিকে গায়ক, অন্যদিকে সুরকার এবং গীতিকার, সঙ্গীত জগতের এই তিন ক্ষেত্রেই সমানভাবে খ্যাতি অর্জন করেছিলেন জর্জ মাইকেল। ১৯৮৭-এ রিলিজ করা তাঁর প্রথম অ্যালবাম ‘ফেথ’ সারা বিশ্বে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। সেই সময় দাঁড়িয়ে ২০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটির। এরপর ‘লাস্ট ক্রিসমাস’, ‘ফাদার  ফিগার’, ‘আই ওয়ান্ট ইউর সেক্স’, একের পর এক গান তাঁকে আন্তর্জাতিক পপ দুনিয়ায় পরিচিত মুখ করে তোলে। ২০১০ সাল পর্যন্ত সারা বিশ্বে তাঁর আ্যালবাম বিক্রির পরিমাণ ১০০ মিলিয়নের। ১৯৮৪-তে তাঁর অন্যতম সফল গান ‘কেয়ারলেস হুইস্পার।’ যা আজও পপ সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ঘোরাফেরা করে।

১৯৯৮ সালে তিনি নিজেকে সমকামী ঘোষণা করেন। পরবর্তী সময়ে একাধিক ড্রাগ সংক্রান্ত অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। জেলের চার দেওয়ালের মধ্যেও বেশ কিছুদিন কাটাতে হয় তাঁকে।

যদিও এই সমস্তকিছু তাঁর সঙ্গীত জীবনে কোনওরকম প্রভাব ফেলতে পারেনি। ‘বিলবোর্ড হট হানড্রেড টপ অল-টাইম আর্টিস্ট’-এর মতে জর্জ মাইকেল ৪০তম স্থানে রয়েছেন। দীর্ঘ ৩০ বছরের সঙ্গীত জীবনে বহু পুরস্কার তাঁর ঝুলিতে রয়েছে। তিনি ৮ বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। ২ বার সেই অ্যাওয়ার্ডও পান তিনি।

জর্জের জনপ্রিয় দুটি গানের ভিডিও

ট্যাগস :

কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট

ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল আর নেই!

আপডেট সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

গানেই শুরুটা করেছিলেন। শেষটাও যেন গানের মতই হল। প্রখ্যাত ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার রাতে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের গোরিংয়ে নিজের বাসায় মৃত্যুবরণ করেন এই শিল্পী।

পপ সঙ্গীতপ্রেমীদের হৃদপিণ্ডে পেরেক ঠুকে সময়ের আগেই চলে গেলেন ব্রিটিশ সঙ্গীত ব্যক্তিত্ব জর্জ মাইকেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তাঁর, তা এখনও জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রোববার রাত ১১টার দিকে এক বিবৃতিতে তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মুখপাত্র। তবে পুলিশ বলেছে, এই মৃত্যুকে ঘিরে তারা সন্দেহজনক কোনো কিছু পায়নি।

লন্ডনের ফিনসলেতে জর্জ মাইকেলের জন্ম। দীর্ঘ পথ চলার পর অবশেষে অ্যান্ড্রু রিজলে-এর সঙ্গে সাক্ষাৎই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রিজলের সঙ্গে তৈরি করেন ‘হোয়্যাম’ গানের দল। কয়েকটি ফ্লপ অ্যালবামের পরে ‘মেক ইট বিগ’ তুমুল জনপ্রিয়তা পায়। ‘ওয়েক মি আপ বিফোর এউ গো গো’ হয়ে ওঠে ‘৮০-র দশকের যুবাকুলের অ্যান্থেম।

’৮০-এর দশকে অন্যতম সেরা পপ গায়কের স্বীকৃতি পেয়েছিলেন তিনি। একদিকে গায়ক, অন্যদিকে সুরকার এবং গীতিকার, সঙ্গীত জগতের এই তিন ক্ষেত্রেই সমানভাবে খ্যাতি অর্জন করেছিলেন জর্জ মাইকেল। ১৯৮৭-এ রিলিজ করা তাঁর প্রথম অ্যালবাম ‘ফেথ’ সারা বিশ্বে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। সেই সময় দাঁড়িয়ে ২০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটির। এরপর ‘লাস্ট ক্রিসমাস’, ‘ফাদার  ফিগার’, ‘আই ওয়ান্ট ইউর সেক্স’, একের পর এক গান তাঁকে আন্তর্জাতিক পপ দুনিয়ায় পরিচিত মুখ করে তোলে। ২০১০ সাল পর্যন্ত সারা বিশ্বে তাঁর আ্যালবাম বিক্রির পরিমাণ ১০০ মিলিয়নের। ১৯৮৪-তে তাঁর অন্যতম সফল গান ‘কেয়ারলেস হুইস্পার।’ যা আজও পপ সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ঘোরাফেরা করে।

১৯৯৮ সালে তিনি নিজেকে সমকামী ঘোষণা করেন। পরবর্তী সময়ে একাধিক ড্রাগ সংক্রান্ত অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। জেলের চার দেওয়ালের মধ্যেও বেশ কিছুদিন কাটাতে হয় তাঁকে।

যদিও এই সমস্তকিছু তাঁর সঙ্গীত জীবনে কোনওরকম প্রভাব ফেলতে পারেনি। ‘বিলবোর্ড হট হানড্রেড টপ অল-টাইম আর্টিস্ট’-এর মতে জর্জ মাইকেল ৪০তম স্থানে রয়েছেন। দীর্ঘ ৩০ বছরের সঙ্গীত জীবনে বহু পুরস্কার তাঁর ঝুলিতে রয়েছে। তিনি ৮ বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। ২ বার সেই অ্যাওয়ার্ডও পান তিনি।

জর্জের জনপ্রিয় দুটি গানের ভিডিও