শিরোনাম :
Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

রাজস্ব সংগ্রহে সরকারি দপ্তরের সহায়তা চেয়েছে এনবিআর !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকারি দপ্তরের সেবার মান অধিকতর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব প্রদানে উদ্বুদ্ধকরণে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগ ও সংস্থার প্রধানদের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর)।

গতকাল শনিবার এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. নজিবুর রহমানের সই করা চিঠিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সংস্থাসমূহে আগত সেবাগ্রহীতা জনগণ তথা করদাতাকে প্রদেয় সেবার মান বৃদ্ধি করে কর প্রদানে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদের সহায়তা চেয়েছেন তিনি।

এনবিআরে জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ বিষয়টি জানিয়েছেন।
এনবিআর চেয়ারম্যান চিঠিতে বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের সর্বত্র একটি রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চলমান প্রয়াসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয়   রাজস্ব বোর্ডের গৃহীত বিভিন্ন সৃজনশীল উদ্যোগে সর্বাত্মক সহায়তা প্রদান করার জন্য মন্ত্রণালয়ের সচিব, বিভাগ ও সংস্থা প্রধানদের আন্তরিকভাবে ধন্যবাদ। দেশে চলমান   অর্থনৈতিক অগ্রযাত্রা এবং উন্নয়ন কার্যক্রম চলমান রাখার প্রয়াসে অভ্যন্তরীণ সম্পদ   বিভাগ এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ   নিরলসভাবে রাজস্ব সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে পদ্মাসেতু, রূপপুর পারমানবিক প্রকল্প তথা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ও প্রবৃদ্ধি সঞ্চারি প্রকল্পসমূহ   তাদেরকে কর প্রদানে অনুপ্রাণিত করছে।

চিঠিতে তিনি আরো বলেন, করদাতাদের সাথে নিয়মিতভাবে যোগাযোগকালে আমরা   অনুভব করছি যে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সংস্থা কর্তৃক প্রদেয় সেবার মান অধিকতর বৃদ্ধি পেলে তারা কর প্রদানে আরো উৎসাহিত হবে। বিগত ২০১৪-২০১৫   ও ২০১৫-২০১৬ অর্থবছরসমূহের ন্যায় বর্তমান ২০১৬-২০১৭ অর্থবছরেও লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জন করেছে। নতুন অর্থবছর ২০১৭-২০১৮ সালেও জাতীয় বাজেটে ৪ লাখ ২৬৬ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ডের ২ লাখ ৪৮ হাজার   ১৯০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উন্নয়নের অক্সিজেন রাজস্ব জনকল্যাণে রাজস্ব সেজন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সংস্থাসমূহে আগত সেবাগ্রহীতা জনগণ তথা সম্মানিত করদাতাগণকে প্রদেয় সেবার মান বৃদ্ধি করে কর প্রদানে আরো বেশি উদ্বুদ্ধ করা যায় সেজন্য সহায়তা প্রয়োজন। সেবার মান বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করলে জনকল্যাণে রাজস্ব আহরণ কার্যক্রমে অধিকতর গতিশীলতা আসবে বলে আমি ও আমার সহকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সঙ্গে জনকল্যাণে উন্নয়নের অক্সিজেন রাজস্ব আহরণে আপনার অব্যাহত সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে মো. নজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরকালে “আমরা কর দেব  স্বাবলম্বী  হব”মর্মে  উল্লেখ  করে   রাজস্ব   আহরণের ওপর গুরুত্ব আরোপ করেন। তাই রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করতে রাজস্ব বিষয়ক সকল কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ ও কার্যকর প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড দেশে একটি ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায়   অব্যাহত প্রয়াস চালাচ্ছে। স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় রাজস্ব বোর্ড সবার সহযোগিতায় রাজস্ব সংগ্রহে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজস্ব সংগ্রহে সরকারি দপ্তরের সহায়তা চেয়েছে এনবিআর !

আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

সরকারি দপ্তরের সেবার মান অধিকতর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব প্রদানে উদ্বুদ্ধকরণে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগ ও সংস্থার প্রধানদের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর)।

গতকাল শনিবার এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. নজিবুর রহমানের সই করা চিঠিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সংস্থাসমূহে আগত সেবাগ্রহীতা জনগণ তথা করদাতাকে প্রদেয় সেবার মান বৃদ্ধি করে কর প্রদানে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদের সহায়তা চেয়েছেন তিনি।

এনবিআরে জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ বিষয়টি জানিয়েছেন।
এনবিআর চেয়ারম্যান চিঠিতে বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের সর্বত্র একটি রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চলমান প্রয়াসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয়   রাজস্ব বোর্ডের গৃহীত বিভিন্ন সৃজনশীল উদ্যোগে সর্বাত্মক সহায়তা প্রদান করার জন্য মন্ত্রণালয়ের সচিব, বিভাগ ও সংস্থা প্রধানদের আন্তরিকভাবে ধন্যবাদ। দেশে চলমান   অর্থনৈতিক অগ্রযাত্রা এবং উন্নয়ন কার্যক্রম চলমান রাখার প্রয়াসে অভ্যন্তরীণ সম্পদ   বিভাগ এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ   নিরলসভাবে রাজস্ব সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে পদ্মাসেতু, রূপপুর পারমানবিক প্রকল্প তথা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ও প্রবৃদ্ধি সঞ্চারি প্রকল্পসমূহ   তাদেরকে কর প্রদানে অনুপ্রাণিত করছে।

চিঠিতে তিনি আরো বলেন, করদাতাদের সাথে নিয়মিতভাবে যোগাযোগকালে আমরা   অনুভব করছি যে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সংস্থা কর্তৃক প্রদেয় সেবার মান অধিকতর বৃদ্ধি পেলে তারা কর প্রদানে আরো উৎসাহিত হবে। বিগত ২০১৪-২০১৫   ও ২০১৫-২০১৬ অর্থবছরসমূহের ন্যায় বর্তমান ২০১৬-২০১৭ অর্থবছরেও লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জন করেছে। নতুন অর্থবছর ২০১৭-২০১৮ সালেও জাতীয় বাজেটে ৪ লাখ ২৬৬ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ডের ২ লাখ ৪৮ হাজার   ১৯০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উন্নয়নের অক্সিজেন রাজস্ব জনকল্যাণে রাজস্ব সেজন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সংস্থাসমূহে আগত সেবাগ্রহীতা জনগণ তথা সম্মানিত করদাতাগণকে প্রদেয় সেবার মান বৃদ্ধি করে কর প্রদানে আরো বেশি উদ্বুদ্ধ করা যায় সেজন্য সহায়তা প্রয়োজন। সেবার মান বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করলে জনকল্যাণে রাজস্ব আহরণ কার্যক্রমে অধিকতর গতিশীলতা আসবে বলে আমি ও আমার সহকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সঙ্গে জনকল্যাণে উন্নয়নের অক্সিজেন রাজস্ব আহরণে আপনার অব্যাহত সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে মো. নজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরকালে “আমরা কর দেব  স্বাবলম্বী  হব”মর্মে  উল্লেখ  করে   রাজস্ব   আহরণের ওপর গুরুত্ব আরোপ করেন। তাই রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করতে রাজস্ব বিষয়ক সকল কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ ও কার্যকর প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড দেশে একটি ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায়   অব্যাহত প্রয়াস চালাচ্ছে। স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় রাজস্ব বোর্ড সবার সহযোগিতায় রাজস্ব সংগ্রহে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।