নিউজ ডেস্ক:
এক এক করে তিনটি চীনা যুদ্ধজাহাজ ভিড়েছে পাকিস্তানের উপকূলে। বন্ধু-দেশ পাকিস্তানে চার দিনের জন্য এই যুদ্ধজাহাজগুলো গেছে বলে সূত্রের খবর। ট্রেনিং-এর জন্য রণতরীগুলো আনা হয়েছে বলে পাকিস্তান ও চীনের মিডিয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ওই যুদ্ধজাহাজগুলি করাচি বন্দরে অবস্থান করছে। চীনের পিপলস লিবারেশন আর্মির জাহাজগুলির ওই ফ্লিটের কমান্ডার শিন হাও বলেন, এই যুদ্ধজাহাজ পাঠিয়ে দুই দেশের সৌজন্যমূলক সম্পর্ক আরো বাড়ানো হচ্ছে। এর ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে আঞ্চলিক শান্তিস্থাপন হবে বলেও মনে করছেন তিনি।
ইতোমধ্যেই একটি চীনা যুদ্ধজাহাজকে গার্ড অফ অনার দিয়েছে পাকিস্তানের নৌসেনা প্রধান। এই চারদিনের সফরে দুই দেশের নৌসেনার মধ্যে আলোচনা হবে। এছঅড়অ থাকবে অপারেশনাল ট্রেনিং। সোশ্যাল ইভেন্টও থাকছে। সব শেষে একটি প্যাসেজ এক্সারসাইজ হবে বলে জানা গেছে।
সূত্র: বিজনে স্ট্যান্ডার্ড