নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র একের পর এক হুঁশিয়ারি দিয়ে গেছে ইরানকে। আর সেই সমস্ত হুঁশিয়ারির জবাব দিতে এবার তৈরি তেহরান। তবে মুখে নয়, শক্তিশালী সামরিক মহড়া চালিয়ে যেন যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিল ইরান।
ইরানের বিশেষ এক দিবসকে সামনে রেখে শক্তিশালী সামরিক মহড়ায় নামল ইরান। ইস্ফাহানে শুরু হয়েছে এই মহড়া। শক্তিশালী এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘বায়তুল মোকাদ্দাস’।
১৯৮২ সালের তৎকালীন সাদ্দাম বাহিনীর দখল থেকে খোররাম শাহর মুক্ত হয়। আর সেই দিবসকে সামনে রেখেই ইরানে শুরু হয়েছে সামরিক মহড়া। এই মহড়ার উদ্দেশ্য একদিকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেওয়া, পাশাপাশি বিশেষ দিনকেও সম্মান জানানো।
শহরটি প্রায় ২০ মাস ইরাকি বাহিনীর দখলে ছিল। ঈমানি শক্তিতে বলীয়ান ইরানি মুজাহিদরা খোররাম শাহ্র মুক্ত করতে সক্ষম হয়। খোররাম শাহ্র মুক্তির বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ইরানজুড়ে। সামরিক মহড়াও এরই অংশ বলে জানাচ্ছেন ইরানের সামরিক কর্মকর্তারা।