নিউজ ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার রিয়াদে অনুষ্ঠিত ‘আরব ন্যাটো’ সম্মেলনে মুখোমুখি হচ্ছেন। এই সম্মেলনেই দুই রাষ্ট্রনেতা একটি একান্ত বৈঠক করবেন বলেও ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাৎকারের জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সৌদি আরবের কাছে।
একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কূটনীতিবিদরা জানিয়েছেন, পাকিস্তানে বেড়ে ওঠা চরমপন্থা, সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়েই ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন নওয়াজ শরিফ। রবিবার এই বিশেষ সামিটে প্রায় ৫৪ জন নেতা একত্রিত হচ্ছেন। সৌদি আরবের বাদশা সুলেমান বিন আব্দুল আজিজ এই বিশেষ সামিটে ট্রাম্পকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
উল্লখ্য, প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ট্রাম্পের প্রথম বিদেশভ্রমণ। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ক্ষমতায় আসার পরই দেশে মুসলিমদের উপর বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বিষয়ে ট্রাম্প বলেন, তিনি রিয়াদ থেকে ইসলাম দেশগুলির উদ্দেশে বার্তা দেবেন।
সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

























































