শিগগিরই নতুন এফবিআই প্রধানের নাম ঘোষণা করবেন ট্রাম্প !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাবেক এফবিআই প্রধান কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার পর অনেকটা সংকটেই রয়েছে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থা এফবিআই। তবে এ সংকট কাটাতে আগামী সপ্তাহেই এফবিআই এর নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিদেশ সফরে যাওয়া আগে শুক্রবারের মধ্যে কারও নাম ঘোষণা করবেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলছে। সবাই জেনে-বুঝেই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা সবাই একে অপরকে ভালোভাবে চেনে। ’

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, এই পদের জন্য প্রথম আইনজীবী অ্যালিস ফিসারের সাক্ষাৎকার নেয় বিচার বিভাগ। এখন পর্যন্ত ১১ জনকে এই পদের জন্য বিবেচনায় রাখা হয়েছে। ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাককে তার কয়েকজন সহকর্মীকে নিয়ে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন ও তার ডেপুটি রড রজেনস্টাইনের সঙ্গে দেখা করবেন বলে জানা যায়।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আজ এফবিআই পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পরামর্শক্রমে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে।

কোমিকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প বলেন, তিনি একজন অসাধারণ অভিনেতা। তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারও অনুরোধে নয়, আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিগগিরই নতুন এফবিআই প্রধানের নাম ঘোষণা করবেন ট্রাম্প !

আপডেট সময় : ১১:৩৮:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

সাবেক এফবিআই প্রধান কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার পর অনেকটা সংকটেই রয়েছে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থা এফবিআই। তবে এ সংকট কাটাতে আগামী সপ্তাহেই এফবিআই এর নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিদেশ সফরে যাওয়া আগে শুক্রবারের মধ্যে কারও নাম ঘোষণা করবেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলছে। সবাই জেনে-বুঝেই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা সবাই একে অপরকে ভালোভাবে চেনে। ’

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, এই পদের জন্য প্রথম আইনজীবী অ্যালিস ফিসারের সাক্ষাৎকার নেয় বিচার বিভাগ। এখন পর্যন্ত ১১ জনকে এই পদের জন্য বিবেচনায় রাখা হয়েছে। ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাককে তার কয়েকজন সহকর্মীকে নিয়ে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন ও তার ডেপুটি রড রজেনস্টাইনের সঙ্গে দেখা করবেন বলে জানা যায়।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আজ এফবিআই পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পরামর্শক্রমে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে।

কোমিকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প বলেন, তিনি একজন অসাধারণ অভিনেতা। তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারও অনুরোধে নয়, আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।