এনগেজমেন্ট সেরে ফেলেছেন কারিশমা!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

করিশমা কাপুরের কি এনগেজমেন্ট হয়ে গেছে? সোশাল সাইটে এখন তেমনই আলোচনা চলছে। সম্প্রতি সাইফ আলি খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন করিশমা কাপুর।

সেখানে তাঁর অনামিকায় একটি হিরের আংটি দেখা গেছে। ঘটনার সূত্রপাত তার পর থেকেই।মা হয়েছেন কারিনা কাপুর খান। কাপুর পরিবার ও পাতৌদি খানদানে এখন সেলিব্রেশনের মেজাজ। তেমনই এক সেলিব্রেশনে উপস্থিত ছিলেন করিশমা কাপুর ও সাইফ আলি খান। ছবিটি সেখানেই তোলা। সুন্দর মুহূর্তের ছবি হিসেবে সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন করিশ্মা। কিন্তু ছবিটি শেয়ার করার পর ছবি নিয়ে যত না কথা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে করিশমার অনামিকার আংটি নিয়ে।

ব্যবয়াসী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে এখন সম্পর্কে আছেন করিশমা। এনিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো চলছে। কারিনার বাড়িতে সম্প্রতি দু’জনকে একসঙ্গে দেখাও গেছে। শোনা যাচ্ছে নিউ ইয়ার ইভও তাঁরা একসঙ্গে কাটাবেন। বলিউডের অন্দরের খবর প্রায়ই নাকি একসঙ্গে দেখা যাচ্ছে সন্দীপ ও করিশমাকে। একটি পার্টিতে তাঁদের দেখা হয়েছিল। তারপর থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশই বাড়ছে বলে খবর। এমন একটি পরিস্থিতিতে যখন করিশমার অনামিকায় হীরের আংটির ছবি প্রকাশ পেলে জল্পনা যে হবে, তা নিয়ে সন্দেহ নেই।

তবে করিশমা বা কাপুর পরিবারের কিন্তু এখনও এনিয়ে কিছু বলেননি। সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্সের পর করিশমা তাঁর ব্যক্তিগত সম্পর্ককে যতটা সম্ভব গোপন রাখতে চাইছেন। তাই এখনও তিনি তাঁর অ্যাফেয়ারের কথা প্রকাশ করেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এনগেজমেন্ট সেরে ফেলেছেন কারিশমা!

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

করিশমা কাপুরের কি এনগেজমেন্ট হয়ে গেছে? সোশাল সাইটে এখন তেমনই আলোচনা চলছে। সম্প্রতি সাইফ আলি খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন করিশমা কাপুর।

সেখানে তাঁর অনামিকায় একটি হিরের আংটি দেখা গেছে। ঘটনার সূত্রপাত তার পর থেকেই।মা হয়েছেন কারিনা কাপুর খান। কাপুর পরিবার ও পাতৌদি খানদানে এখন সেলিব্রেশনের মেজাজ। তেমনই এক সেলিব্রেশনে উপস্থিত ছিলেন করিশমা কাপুর ও সাইফ আলি খান। ছবিটি সেখানেই তোলা। সুন্দর মুহূর্তের ছবি হিসেবে সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন করিশ্মা। কিন্তু ছবিটি শেয়ার করার পর ছবি নিয়ে যত না কথা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে করিশমার অনামিকার আংটি নিয়ে।

ব্যবয়াসী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে এখন সম্পর্কে আছেন করিশমা। এনিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো চলছে। কারিনার বাড়িতে সম্প্রতি দু’জনকে একসঙ্গে দেখাও গেছে। শোনা যাচ্ছে নিউ ইয়ার ইভও তাঁরা একসঙ্গে কাটাবেন। বলিউডের অন্দরের খবর প্রায়ই নাকি একসঙ্গে দেখা যাচ্ছে সন্দীপ ও করিশমাকে। একটি পার্টিতে তাঁদের দেখা হয়েছিল। তারপর থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশই বাড়ছে বলে খবর। এমন একটি পরিস্থিতিতে যখন করিশমার অনামিকায় হীরের আংটির ছবি প্রকাশ পেলে জল্পনা যে হবে, তা নিয়ে সন্দেহ নেই।

তবে করিশমা বা কাপুর পরিবারের কিন্তু এখনও এনিয়ে কিছু বলেননি। সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্সের পর করিশমা তাঁর ব্যক্তিগত সম্পর্ককে যতটা সম্ভব গোপন রাখতে চাইছেন। তাই এখনও তিনি তাঁর অ্যাফেয়ারের কথা প্রকাশ করেননি।