শিরোনাম :
Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত

চার তলার ছাদ টপকে ঘাড়ে এসে পড়ল গরু !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের তিলজলার ঘটনা এটি। হঠাৎ ঘাড়ের উপর কোথা থেকে যেন উড়ে এসে পড়ল একটা বাছুর! কোথা থেকে পড়ল বাছুর? পরে জানা যায়, ৭০ ফুট উপরে একটি বাড়ির ছাদ থেকে তাঁর উপরে পড়েছে ওই বাছুরটি। গুরুতর আহত অবস্থায় মান্নান আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। অত উঁচু থেকে পড়ায় মৃত্যু হয়েছে ৬ মাসের বাছুরটির। রবিবার সাত সকালে তিলজলার মসজিদ বাড়ি লেনে এই ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রে খবর, আব্দুল মান্নান তিলজলারই বাসিন্দা। রোজকারের মতো ওই দিনও তিনি সবজি কিনতে গিয়েছিলেন। একটি সব্জি দোকানির সঙ্গে শশার দরদাম করছিলেন। তখনই ঘটে এই ঘটনাটি। ৪ তলা বাড়ির ছাদ থেকে তাঁর উপরে হুড়মুড়িয়ে পড়ে বাছুরটি। ৮৫ কিলোগ্রামের ওই বাছুরটি তাঁর উপরে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই রাস্তার উপরে মুখ থুবড়ে পড়ে যান আব্দুল। পরে স্থানীয়েরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। ‘‘প্রথমে কিছু বুঝে উঠতে পারছিলাম না। শুধু বুঝতে পারছিলাম বিশালাকার কিছু একটা আমার উপরে রয়েছে। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। কিছু পরে বুঝতে পারি আমার উপরে একটা গরু পড়েছিল’’, হাসপাতাল বিছানা থেকে বললেন আব্দুল। শরীরে বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন আব্দুল। মাথা সহ দেহের বিভিন্ন অংশে মোট ১৮টি সেলাই দিতে হয়েছে তাঁকে। পাঁজর এবং পা ভেঙে গিয়েছে আব্দুলের।
কোথায় ছিল বাছুরটি? কী ভাবে পড়ল?

এক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা অঞ্জুম আলম জানান, তিলজলা মসজিদ লেনের পাশেই চারতলা ওই বাড়িটিতে দীর্ঘ দিন ধরেই ভাড়া থাকতেন গরুর মালিক মহম্মদ আলম। দু’মাস আগে তিনি ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। তবে তাঁর বাড়ির ছাদে ওই বাছুরটি বাঁধা থাকত। যার দেখভালের জন্য একটি যুবককেও রেখেছিলেন তিনি। রবিবার সকালে বাছুরটিকে স্নান করাচ্ছিল ওই যুবক। এর পরই কোনও কারণে হঠাৎ তার মেজাজ বিগড়ে যায়। ছাদের মধ্যেই লাফালাফি জুড়ে দেয়। সে সময়ই দড়ি ছিড়ে ছাদ থেকে নীচে পড়ে যায় বাছুরটি।
পুলিশ সূত্রে খবর, ১৯৮০ সাল থেকে ওই এলাকায় খাটাল বেআইনি বলে ঘোষণা হয়েছে। তারপর থেকেই ওই এলাকায় খাটাল নিষিদ্ধ। সে কারণেই হয়তো লুকিয়ে বাছুরটিকে ছাদে রেখেছিলেন মালিক মহম্মদ আলম। তবে মহম্মদ আলম এখন কোথায় রয়েছে তা খোঁজ করছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

চার তলার ছাদ টপকে ঘাড়ে এসে পড়ল গরু !

আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ণ, বুধবার, ৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের তিলজলার ঘটনা এটি। হঠাৎ ঘাড়ের উপর কোথা থেকে যেন উড়ে এসে পড়ল একটা বাছুর! কোথা থেকে পড়ল বাছুর? পরে জানা যায়, ৭০ ফুট উপরে একটি বাড়ির ছাদ থেকে তাঁর উপরে পড়েছে ওই বাছুরটি। গুরুতর আহত অবস্থায় মান্নান আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। অত উঁচু থেকে পড়ায় মৃত্যু হয়েছে ৬ মাসের বাছুরটির। রবিবার সাত সকালে তিলজলার মসজিদ বাড়ি লেনে এই ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রে খবর, আব্দুল মান্নান তিলজলারই বাসিন্দা। রোজকারের মতো ওই দিনও তিনি সবজি কিনতে গিয়েছিলেন। একটি সব্জি দোকানির সঙ্গে শশার দরদাম করছিলেন। তখনই ঘটে এই ঘটনাটি। ৪ তলা বাড়ির ছাদ থেকে তাঁর উপরে হুড়মুড়িয়ে পড়ে বাছুরটি। ৮৫ কিলোগ্রামের ওই বাছুরটি তাঁর উপরে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই রাস্তার উপরে মুখ থুবড়ে পড়ে যান আব্দুল। পরে স্থানীয়েরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। ‘‘প্রথমে কিছু বুঝে উঠতে পারছিলাম না। শুধু বুঝতে পারছিলাম বিশালাকার কিছু একটা আমার উপরে রয়েছে। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। কিছু পরে বুঝতে পারি আমার উপরে একটা গরু পড়েছিল’’, হাসপাতাল বিছানা থেকে বললেন আব্দুল। শরীরে বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন আব্দুল। মাথা সহ দেহের বিভিন্ন অংশে মোট ১৮টি সেলাই দিতে হয়েছে তাঁকে। পাঁজর এবং পা ভেঙে গিয়েছে আব্দুলের।
কোথায় ছিল বাছুরটি? কী ভাবে পড়ল?

এক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা অঞ্জুম আলম জানান, তিলজলা মসজিদ লেনের পাশেই চারতলা ওই বাড়িটিতে দীর্ঘ দিন ধরেই ভাড়া থাকতেন গরুর মালিক মহম্মদ আলম। দু’মাস আগে তিনি ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। তবে তাঁর বাড়ির ছাদে ওই বাছুরটি বাঁধা থাকত। যার দেখভালের জন্য একটি যুবককেও রেখেছিলেন তিনি। রবিবার সকালে বাছুরটিকে স্নান করাচ্ছিল ওই যুবক। এর পরই কোনও কারণে হঠাৎ তার মেজাজ বিগড়ে যায়। ছাদের মধ্যেই লাফালাফি জুড়ে দেয়। সে সময়ই দড়ি ছিড়ে ছাদ থেকে নীচে পড়ে যায় বাছুরটি।
পুলিশ সূত্রে খবর, ১৯৮০ সাল থেকে ওই এলাকায় খাটাল বেআইনি বলে ঘোষণা হয়েছে। তারপর থেকেই ওই এলাকায় খাটাল নিষিদ্ধ। সে কারণেই হয়তো লুকিয়ে বাছুরটিকে ছাদে রেখেছিলেন মালিক মহম্মদ আলম। তবে মহম্মদ আলম এখন কোথায় রয়েছে তা খোঁজ করছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার।