নিউজ ডেস্ক:
ভারতে এমন আর দ্বিতীয়টি নেই! আস্ত একটা গ্রামই লাইব্রেরি। চারিদিকে শুধুই বই। হ্যাঁ, ভারতের প্রথম বই গ্রাম বা বুক ভিলেজ হতে চলেছে ভিলার। মহাবালেশ্বর ও পঞ্চগনির মাধে ভিলার অতি জনপ্রিয় একটি হিল স্টেশন। সেই গ্রামটিকেই বাছা হয়েছে পাঠাগার। নানা দেশের বই সেই গ্রামে গিয়ে পড়তে পারবেন পর্যটকরা। ৪ মে ওই বুক ভিলেজ চালু হচ্ছে। ব্যাপারটা কী রকম?
দেশটির মহারাষ্ট্রের সংস্কৃতি ও মারাঠি ভাষা দপ্তরের মন্ত্রী বিনোদ তাওড়ে জানাচ্ছেন, ভিলারের মানুষ বই খুবই ভালোবাসেন। গ্রামের প্রতিটি মানুষই বই পড়েন। তাই গ্রামটিকে বুক ভিলেজ হিসেবে বাছা হয়েছে। আপাতত গ্রামের কয়েকটি বাড়ি, স্কুল, মন্দির ও একাধিক সরকারি জায়গায় প্রায় ১৫ হাজারের বেশি বই রাখা হচ্ছে। সেই বই পর্যটকরা বিনামূল্যে বই পড়তে পারবেন। ২৫ ধরনের সাহিত্য উপভোগ করতে পারবেন গ্রামের মানুষ ও পর্যটকরা। আপাতত সবই মারাঠি ভাষার বই থাকছে। খুব শীঘ্রই হিন্দি ও ইংরেজি ভাষার বইও স্থান পাবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সূত্র: এই সময়।