সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শনিবার শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড বেগে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে। এতে উঠতি আধাপাকা ইরি-বোরো ধান, সব্জি ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া , অর্ধশত কাঁচা বাড়িঘর, ২ শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদুৎ স ালন লাইন। এ ছাড়া ঝড়ে বসত ঘর উড়ে যাওয়ায় পৌর শহরের রূপপুর নতুনপাড়ার উড়িরচর এলাকার মাদ্রাসা সংলগ্ন কয়েকটি পরিবার গত দু‘দিন হল খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে মানবেতর জীবন যাপন করছে। রোববার দুপুরে রূপপুর গ্রামে গিয়ে দেখা যায়, হতদরিদ্র তাঁত শ্রমিক আবু বক্কারের স্ত্রী আলেয়া খাতুন ক্ষুধার্থ সন্তানদের মুখে আহার তুলে দিতে কাঠফাটা এ দুপুরে শুন্য ভিটায় খোলা আকাশের নিচে বসে কুড়িয়ে আনা শাক রান্না করছে। এ ছাড়া ক্ষতিগ্রস্থ আব্দুর রাজ্জাক ও ইসমাইল হোসেনের পরিবারেও চলছে একই অবস্থা। তারা অভিযোগ করেন, গত দু‘দিনেও কেউ তাদের কোন খোঁজ খবর নেয়নি। ফলে তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন।
অপর দিকে এ ঝড়ে শাহজাদপুর উপজেলার দিলরুবাবাস স্ট্যান্ডর কাছে ঢাকা-পাবনা মহাসড়কের ওপর একটি গাছ উপড়ে পরলে এ মহাসড়কে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় উপড়ে পড়া গাছটি অপসারণ করলেরাস্তাটি দুই ঘন্টা পর এ সড়কে যানবহণ চলাচল স্বাভাবিক হয় ।
উপজেলা কৃষি বিভাগ জানায় এ কালবৈশাখী ঝড়ে ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সর্বত্রই কম বেশি ক্ষয় ক্ষতি হয়েছে। এর মধ্যে পোতাজিয়া , কায়েমপুর, গাড়াদহ ইউনিয়ন ও পৌর এলাকার রূপপুর, শান্তিপুর ,পাড়কোলা, আন্ধারকোটাপাড়া ও মনিরামপুর গ্রামে বেশি ক্ষতি হয়েছে।
এ ঝড়ে শাহজাদপুর সরকারি কলেজের ৫০ বছরের পুরোন একটি আমগাছ ভেঙে পরেছে। সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতির শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম জুলফিকার রহমান জানান, এ ঝড়ে শাহজাদপুর পৌর এলাকা সহ উপজেলার ১৩ টি ইউনিয়নে বিদ্যুতের খুটি ও স ালন লাইনের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ চলেছে। ইতিমধ্যে ৫০ ভাগ এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। বাকি কাজ চলছে।
শুক্রবার
১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ