রসগোল্লার কারণে ভেঙে গেল বিয়ে !

  • আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রসগোল্লা নিয়ে দু’‌পক্ষের বিবাদের জেরে ভেঙেই গেল বিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতেই লখনউয়ের কাছে উন্নাওয়ে।

জানা গেছে, কুরমাপুর গ্রামে বসেছিল বিয়ের আসর। বরযাত্রীদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেনি কনেপক্ষ। পুরোদমে চলছিল খাওয়াদাওয়া। হঠাৎই বরের এক চাচাতো ভাই বাড়তি রসগোল্লা নিয়ে ফেলেন। একটার বদলে কেন দুটো রসগোল্লা তিনি নিয়েছেন এই নিয়ে কন্যাপক্ষের সঙ্গে বিতণ্ডা শুরু হয়। ক্রমে সেই বিবাদ হাতাহাতিতে পরিণত হয়।

এক পর্যায়ে কনের বাবাকে মারধর শুরু করেন বরপক্ষ। এখানেই শেষ হয়নি বিবাদ। রাগের চোটে একে অপরের দিকে প্লেট–চামচ ছুঁড়তে শুরু করেন তারা। এই প্রচণ্ড মারামারির জেরে পুরো প্যান্ডেলটাই ভেঙে পড়ে। শেষে বিবাদ মিটমাটে এগিয়ে আসেন গ্রামের প্রবীণরা।

কিন্তু বিয়ে করতে বেঁকে বসেন কন্যা। বাবাকে মারধর করে অপমান করা হয়েছে বলে, বিয়ে বাতিল করে দেন কনে। আঁচলগঞ্জ থানায় বরপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কনের বাবা। ‌‌

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রসগোল্লার কারণে ভেঙে গেল বিয়ে !

আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

রসগোল্লা নিয়ে দু’‌পক্ষের বিবাদের জেরে ভেঙেই গেল বিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতেই লখনউয়ের কাছে উন্নাওয়ে।

জানা গেছে, কুরমাপুর গ্রামে বসেছিল বিয়ের আসর। বরযাত্রীদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেনি কনেপক্ষ। পুরোদমে চলছিল খাওয়াদাওয়া। হঠাৎই বরের এক চাচাতো ভাই বাড়তি রসগোল্লা নিয়ে ফেলেন। একটার বদলে কেন দুটো রসগোল্লা তিনি নিয়েছেন এই নিয়ে কন্যাপক্ষের সঙ্গে বিতণ্ডা শুরু হয়। ক্রমে সেই বিবাদ হাতাহাতিতে পরিণত হয়।

এক পর্যায়ে কনের বাবাকে মারধর শুরু করেন বরপক্ষ। এখানেই শেষ হয়নি বিবাদ। রাগের চোটে একে অপরের দিকে প্লেট–চামচ ছুঁড়তে শুরু করেন তারা। এই প্রচণ্ড মারামারির জেরে পুরো প্যান্ডেলটাই ভেঙে পড়ে। শেষে বিবাদ মিটমাটে এগিয়ে আসেন গ্রামের প্রবীণরা।

কিন্তু বিয়ে করতে বেঁকে বসেন কন্যা। বাবাকে মারধর করে অপমান করা হয়েছে বলে, বিয়ে বাতিল করে দেন কনে। আঁচলগঞ্জ থানায় বরপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কনের বাবা। ‌‌