বিমানবন্দরে ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যাত্রীর নাম জহিরুল ইসলাম। তিনি দুবাই থেকে ঢাকায় আসেন।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জহিরুল ইসলামকে তল্লাশি করেন। এ সময় তার অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ৮৭০ গ্রাম। মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।

জহুরুলের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়েরের পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

বিমানবন্দরে ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক!

আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যাত্রীর নাম জহিরুল ইসলাম। তিনি দুবাই থেকে ঢাকায় আসেন।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জহিরুল ইসলামকে তল্লাশি করেন। এ সময় তার অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ৮৭০ গ্রাম। মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।

জহুরুলের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়েরের পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।