শিরোনাম :
Logo ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে : অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo খুবিতে প্রথম আলো বন্ধুসভা ও খুবিসাস আয়োজিত কর্মশালা Logo কচুয়ার পূর্ব বিতারা জামালিয়া নূরানী হাফেজিয়া মাদরাসায় ছাত্রদের সবক প্রদান ও দোয়া মাহফিল Logo গুম হওয়া শিক্ষার্থীদের খোঁজে ইবিতে মানববন্ধন Logo হাজীগঞ্জ রাজারগাঁও সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত ৩ Logo নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ Logo ইবিতে এম.ফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা সম্পন্ন Logo জেলা বিএনপির সভাপতির নামে মিথ্য গুজব ছড়ানের প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল। Logo ভিপি নুরের ওপর হামলা দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবে :হাফেজ মাওলানা মাকসুদুর রহমান Logo সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিকের  উপকূলীয় অঞ্চলে সংকট সমাধানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রনবীরের চুমুতে নেশায় বুঁদ হয়েছি!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০২:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘বেফিকরে’ সিনেমায় চুমুর দৃশ্যতেই আলোচনার কেন্দ্রবিন্দু হালের বলি অভিনেত্রী বাণী কাপুর। অভিনয়ে অপরিপক্ক এই নায়িকা আবার শিরোনাম হলেন তার এক বিস্ফোরক মন্তব্য দিয়ে। কি সেই মন্তব্য আর কাকে নিয়ে এমন কথা বলেছেন যা নিয়ে এত আলোচনা? হ্যাঁ অভিনয় জীবনে তার দ্বিতীয় সিনেমা ও স্ক্রীন পার্টনার রণবীর সিংকে নিয়েই তার বোমা ফাটানো সেই মন্তব্য। বানী বলেছেন রনবীরের চুমুতে নাকি নেশা আছে যাতে তিনি বুঁদ হয়ে যান।

বানী বলেছেন, ‘রনবীরের চুমু যেন একটা নেশা। প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল। কিন্তু, ঘনিষ্ঠতার উষ্ণতা যখন সব বাঁধ ভেঙে দিয়েছিল তখন নেশারুর মতো রণবীর সিংহকে চুমু খেয়েছি আমি। প্রতিবারেই যেন নেশায় বুঁদ হয়েছি’।

‘বেফিকরে’ সিনেমায় চুমুর দৃশ্য নিয়ে নিজের সহজ স্বীকারোক্তিতে এই নায়িকা বলেন, ‘একটা মানুষকে চুম্বন করে যাওয়াটা যদি ছবির শর্ত হয়, তাহলে তো কিছু করার নেই। প্রথম প্রথম বাধো বাধো ঠেকছিল। কিন্তু, কয়েকবার রণবীরের ঠোঁটে ঠোঁট মেলানোর পরে আর অসুবিধা হয়নি।ওর সঙ্গে চুম্বনের দৃশ্যগুলো তার কাছে কাউকে বার বার জড়িয়ে ধরার মতো। আমরা যেমন আনন্দে কাউকে জড়িয়ে ধরি। কিন্তু, এর হিসাব রাখি না’।

তিনি আরও বলেন, ‘ঠিক তেমনভাবেই রণবীরকে চুম্বন করে গিয়েছি। বিষয়টির সঙ্গে আমি এতটাই সহজ হয়ে গিয়েছি যে, এখনও তাকে অবিরত চুম্বন করে যেতে পারি’।

তবে শ্যুটিংয়ের সময় রণবীরের আচার-আচরণেরও প্রশংসা করেছেন বাণী। তিনি বলেন, রণবীর এসব দৃশ্যের সময় আবোল-তাবোল কথা বলে পরিবেশটাকে সহজ করে দিত, ফলে দৃশ্যগুলো শ্যুট করতে বেশি অসুবিধা হয়নি। ওর চরিত্রের মধ্যে যে একটা উচ্ছ্বলতা, উদ্দামতা এবং মজা করার মানসিকতা রয়েছে, তা তাকে খুব সাহায্য করেছে।

এদিকে বানীর এই মন্তব্যে দীপিকা পাডুকোন আর রনবীর সিংয়ের প্রণয়ে কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করছেন তার ভক্তরা। এমনিতেই দিন কয়েক আগে চাউর হয়েছিল এই জুটির সম্পর্কে ভাঙনের কথা। বানীর এই মন্তব্যের পর কি হেত পারে তাই নিয়ে বলি পাড়ায় চলছে জল্পনা-কল্পনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে : অন্তর্বর্তী সরকারের বিবৃতি

রনবীরের চুমুতে নেশায় বুঁদ হয়েছি!

আপডেট সময় : ০১:০২:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

‘বেফিকরে’ সিনেমায় চুমুর দৃশ্যতেই আলোচনার কেন্দ্রবিন্দু হালের বলি অভিনেত্রী বাণী কাপুর। অভিনয়ে অপরিপক্ক এই নায়িকা আবার শিরোনাম হলেন তার এক বিস্ফোরক মন্তব্য দিয়ে। কি সেই মন্তব্য আর কাকে নিয়ে এমন কথা বলেছেন যা নিয়ে এত আলোচনা? হ্যাঁ অভিনয় জীবনে তার দ্বিতীয় সিনেমা ও স্ক্রীন পার্টনার রণবীর সিংকে নিয়েই তার বোমা ফাটানো সেই মন্তব্য। বানী বলেছেন রনবীরের চুমুতে নাকি নেশা আছে যাতে তিনি বুঁদ হয়ে যান।

বানী বলেছেন, ‘রনবীরের চুমু যেন একটা নেশা। প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল। কিন্তু, ঘনিষ্ঠতার উষ্ণতা যখন সব বাঁধ ভেঙে দিয়েছিল তখন নেশারুর মতো রণবীর সিংহকে চুমু খেয়েছি আমি। প্রতিবারেই যেন নেশায় বুঁদ হয়েছি’।

‘বেফিকরে’ সিনেমায় চুমুর দৃশ্য নিয়ে নিজের সহজ স্বীকারোক্তিতে এই নায়িকা বলেন, ‘একটা মানুষকে চুম্বন করে যাওয়াটা যদি ছবির শর্ত হয়, তাহলে তো কিছু করার নেই। প্রথম প্রথম বাধো বাধো ঠেকছিল। কিন্তু, কয়েকবার রণবীরের ঠোঁটে ঠোঁট মেলানোর পরে আর অসুবিধা হয়নি।ওর সঙ্গে চুম্বনের দৃশ্যগুলো তার কাছে কাউকে বার বার জড়িয়ে ধরার মতো। আমরা যেমন আনন্দে কাউকে জড়িয়ে ধরি। কিন্তু, এর হিসাব রাখি না’।

তিনি আরও বলেন, ‘ঠিক তেমনভাবেই রণবীরকে চুম্বন করে গিয়েছি। বিষয়টির সঙ্গে আমি এতটাই সহজ হয়ে গিয়েছি যে, এখনও তাকে অবিরত চুম্বন করে যেতে পারি’।

তবে শ্যুটিংয়ের সময় রণবীরের আচার-আচরণেরও প্রশংসা করেছেন বাণী। তিনি বলেন, রণবীর এসব দৃশ্যের সময় আবোল-তাবোল কথা বলে পরিবেশটাকে সহজ করে দিত, ফলে দৃশ্যগুলো শ্যুট করতে বেশি অসুবিধা হয়নি। ওর চরিত্রের মধ্যে যে একটা উচ্ছ্বলতা, উদ্দামতা এবং মজা করার মানসিকতা রয়েছে, তা তাকে খুব সাহায্য করেছে।

এদিকে বানীর এই মন্তব্যে দীপিকা পাডুকোন আর রনবীর সিংয়ের প্রণয়ে কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করছেন তার ভক্তরা। এমনিতেই দিন কয়েক আগে চাউর হয়েছিল এই জুটির সম্পর্কে ভাঙনের কথা। বানীর এই মন্তব্যের পর কি হেত পারে তাই নিয়ে বলি পাড়ায় চলছে জল্পনা-কল্পনা।