জিয়াবুল হক, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, ২৪ নভেম্বর সকাল ৯ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত কসটেপ দ্বারা মোড়ানো ৫ টি পোটলার ভিতরে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যাহার বাজার মূল্য অনুমান এক কোটি ৫০ লাখ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার জব্দ করা হয়েছে। এসময় মোঃ শামীম (২০) কে আটক করা হয়েছে।
আটককৃত আসামী হল- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়া এলাকার আব্দুল আজিজ এর ছেলে শামীম (২০)।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) যায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, ইয়াবাসহ আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে মামলা দায়ের করা হয়েছে।

















































