সোমবার | ১৭ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল

যাত্রীবাহী বাসে আগুন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:২৩:০৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

সাভারে ফের পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে এখনো কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় আলিফ পরিবহন নামে পার্ক করা বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি রাস্তার পাশে পার্কিং করে খাবার কিনতে যান চালক। ঠিক সেই সময় সুযোগ পেয়ে দুর্বৃত্তরা গোপনে বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়।

গত কয়েক দিনের ব্যবধানে সাভারে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ বেড়েছে আশঙ্কাজনকভাবে, রোববার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ‘ইতিহাস পরিবহন’-এর একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়, শনিবার রাত সাড়ে ১০টায় গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং অবস্থায় থাকা শ্রমিকবাহী আরেকটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। ক্রমাগত এমন ঘটনায় পরিবহন শ্রমিক ও বাস মালিকদের মাঝে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। স্থানীয়দের প্রশ্ন—এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনও পরিকল্পনার অংশ?

স্থানীয়দের দাবি, রাতের বেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হোক পুলিশি টহল, আর দ্রুত শনাক্ত হোক অগ্নিসংযোগকারীরা।

এ বিষয়ে সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া চলছে

যাত্রীবাহী বাসে আগুন

আপডেট সময় : ১২:২৩:০৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সাভারে ফের পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে এখনো কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় আলিফ পরিবহন নামে পার্ক করা বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি রাস্তার পাশে পার্কিং করে খাবার কিনতে যান চালক। ঠিক সেই সময় সুযোগ পেয়ে দুর্বৃত্তরা গোপনে বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়।

গত কয়েক দিনের ব্যবধানে সাভারে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ বেড়েছে আশঙ্কাজনকভাবে, রোববার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ‘ইতিহাস পরিবহন’-এর একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়, শনিবার রাত সাড়ে ১০টায় গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং অবস্থায় থাকা শ্রমিকবাহী আরেকটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। ক্রমাগত এমন ঘটনায় পরিবহন শ্রমিক ও বাস মালিকদের মাঝে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। স্থানীয়দের প্রশ্ন—এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনও পরিকল্পনার অংশ?

স্থানীয়দের দাবি, রাতের বেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হোক পুলিশি টহল, আর দ্রুত শনাক্ত হোক অগ্নিসংযোগকারীরা।

এ বিষয়ে সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’