চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জের ইসলামপুর গ্রামে “মুজাহিদ ফুড প্রোডাক্টস” নামক প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ রবিবার (১৬ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ উল্লেখ নেই, একইসঙ্গে অন্য প্রতিষ্ঠানের অনুরূপ মোড়ক নকল করে প্রস্তুত করা হচ্ছিল। ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মোঃ মোজাফফর হোসেনকে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি টিম।




















































