শুক্রবার | ১৪ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo ইসলামীপন্থী শাসনে মুসলিম-অমুসলিম সকলের জান-মাল-মর্যাদা সমানভাবে সুরক্ষিত থাকবে -পীর সাহেব চরমোনাই Logo শনি ও রবিবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না Logo বাংলাদেশের আলো’র ১৮ বছর পদার্পণে চাঁদপুরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন Logo রাবিতে ঢাকা জেলা সমিতির নেতৃত্বে রাফসান-রাহাত Logo নারী নেতৃত্বে স্টেম শিক্ষার অগ্রযাত্রা: শেষ হলো ‘বিএসসিএফ স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ Logo রাবিতে যাত্রা শুরু করলো ‘সেন্টার ফর এডুকেশন, ক্লাইমেট অ্যান্ড সোশাল জাস্টিস’ Logo মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর! Logo বিকেলে কঠোর সমালোচনা, রাতে স্বাগত জানাল বিএনপি Logo মানিকগঞ্জে স্কুলবাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক Logo নিশ্চিত জয়ের ঘোষণা দিয়ে মনোনয়ন কিনলেন হাসনাত

শনি ও রবিবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৮:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম অঞ্চলে লাইন রক্ষণাবেক্ষণ, ট্রান্সফরমার মেরামত, ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপনসহ নিয়মিত উন্নয়ন–সংস্কারকাজের কারণে শনিবার (১৫ নভেম্বর) ও রবিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম নগর ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ফিডার লাইনের উন্নয়ন কাজ চলবে। প্রয়োজনীয় কাজ শেষ হলে ঘোষিত সময়ের আগেও সংযোগ দেওয়া হতে পারে। জরুরি সেবা ছাড়া অন্যান্য ঘরোয়া ও বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে বলেও জানায় বিউবো।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা

হালিশহর ধুমপাড়া, চরপাড়া, নাজিরপাড়া, ওসিএল ডিপু, ফুলছড়ি পাড়া, নেভাল একাডেমি, ভিআইপি রোড, নেভাল বীচ এবং আশপাশের বহু এলাকা। এ ছাড়া কাটগড়, মুসলিমাবাদ, জেলে পাড়া, পতেঙ্গা খালপাড়, টিএসপি গেইট, ইস্টার্ন রিফাইনারী, হাদি পাড়া, এনজিএস সিমেন্ট এলাকা, বিমানবাহিনীসহ বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ বন্ধ থাকবে।ফইল্যাতলী বাজার কলেজ রোড, ছধু চৌধুরী রোড, বাইন্না পাড়া, লবণ ফ্যাক্টরি রোড, মহাশশ্মান, কামাল চেয়ারম্যান বাড়ি, বারুণী ঘাটা, গলিচিপা পাড়া, নওয়ারিশ খান জামে মসজিদ, বিভিন্ন আবাসিক এলাকা, শিব মন্দির, জেলেপাড়া, ধোপাপাড়া ও আশপাশ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

ফৌজদারহাট অঞ্চল

মাদাম বিবিরহাট ৩৩ কেভি সার্কিটসহ ফৌজদারহাট ও বারআউলিয়ার বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকা, পোর্ট কানেকটিং রোড, সালাদার পাড়া, তুলাতলী, বানুর বাজার, ইমাম নগর, ভাটিয়ারী বাজার, কদমরসুল, লালবেগ বাজার, বিভিন্ন কারখানা ও শিল্প এলাকা বিদ্যুৎ বন্ধের আওতায় থাকবে।

ষোলশহর (সকাল ৬টা থেকে দুপুর ১টা)

অক্সিজেন মোড়, বায়েজিদ কাঁচাবাজার, বায়েজিদ আবাসিক, বার্মা কলোনি, ড্রিমল্যান্ড আ/এ, তারা গেট, সাউদার্ন ইউনিভার্সিটি, কুলগাঁও, তুফানী রোড, নতুন পাড়া, বালুছড়া, টাইগার রোড ও আশপাশের প্রায় সব এলাকা।

পটিয়া (সকাল ৭টা থেকে দুপুর ১টা)

শিকলবাহা উপকেন্দ্রের অধীন গোমদণ্ডী, দিঘীরপাড় বাজার (পূর্ব-পশ্চিম), লালপোল, শাকপুরা, চরখিজিরপুর, চরকানাই, টেক্সঘর, মালুমবাড়ি, বখতিয়ারপাড়া, পূর্ব বিল নতুনপাড়া, কোরাইশ চৌধুরী বাড়ি ও সংলগ্ন এলাকাসমূহ।

১৬ নভেম্বর (সকাল ৬টা থেকে দুপুর ১টা)

ফৌজদারহাট, বারআউলিয়া ও মাদাম বিবিরহাট উপকেন্দ্রের বেশ কিছু ফিডারের আওতাধীন এলাকা। জলিলবাজার, সিডিএ, বালুর রাস্তা, স্টেশন রোড, লালবাগ, চট্টলা সিএনজি, কদমরসুল, বিভিন্ন কারখানা ও শিল্পাঞ্চলে বিদ্যুৎ থাকবে না।

বাড়বকুন্ড (সকাল ৮টা থেকে বিকেল ৪টা)

বারআউলিয়া-বাড়বকুন্ড ৩৩ কেভি সার্কিট–১ এর রক্ষণাবেক্ষণ। কেমিক্যাল ফিডারের আওতাধীন ৩৩ কেভি গ্রাহক ‘রয়েল সিমেন্ট’ ও ‘পিএইচপি’-র লোড শূন্য থাকবে।

বিউবো জানায়, নাগরিক ভোগান্তি কমাতে দ্রুততম সময়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্নের চেষ্টা করা হবে। সাময়িক অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার অনুরোধ জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামীপন্থী শাসনে মুসলিম-অমুসলিম সকলের জান-মাল-মর্যাদা সমানভাবে সুরক্ষিত থাকবে -পীর সাহেব চরমোনাই

শনি ও রবিবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ০৯:৩৮:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম অঞ্চলে লাইন রক্ষণাবেক্ষণ, ট্রান্সফরমার মেরামত, ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপনসহ নিয়মিত উন্নয়ন–সংস্কারকাজের কারণে শনিবার (১৫ নভেম্বর) ও রবিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম নগর ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ফিডার লাইনের উন্নয়ন কাজ চলবে। প্রয়োজনীয় কাজ শেষ হলে ঘোষিত সময়ের আগেও সংযোগ দেওয়া হতে পারে। জরুরি সেবা ছাড়া অন্যান্য ঘরোয়া ও বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে বলেও জানায় বিউবো।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা

হালিশহর ধুমপাড়া, চরপাড়া, নাজিরপাড়া, ওসিএল ডিপু, ফুলছড়ি পাড়া, নেভাল একাডেমি, ভিআইপি রোড, নেভাল বীচ এবং আশপাশের বহু এলাকা। এ ছাড়া কাটগড়, মুসলিমাবাদ, জেলে পাড়া, পতেঙ্গা খালপাড়, টিএসপি গেইট, ইস্টার্ন রিফাইনারী, হাদি পাড়া, এনজিএস সিমেন্ট এলাকা, বিমানবাহিনীসহ বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ বন্ধ থাকবে।ফইল্যাতলী বাজার কলেজ রোড, ছধু চৌধুরী রোড, বাইন্না পাড়া, লবণ ফ্যাক্টরি রোড, মহাশশ্মান, কামাল চেয়ারম্যান বাড়ি, বারুণী ঘাটা, গলিচিপা পাড়া, নওয়ারিশ খান জামে মসজিদ, বিভিন্ন আবাসিক এলাকা, শিব মন্দির, জেলেপাড়া, ধোপাপাড়া ও আশপাশ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

ফৌজদারহাট অঞ্চল

মাদাম বিবিরহাট ৩৩ কেভি সার্কিটসহ ফৌজদারহাট ও বারআউলিয়ার বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকা, পোর্ট কানেকটিং রোড, সালাদার পাড়া, তুলাতলী, বানুর বাজার, ইমাম নগর, ভাটিয়ারী বাজার, কদমরসুল, লালবেগ বাজার, বিভিন্ন কারখানা ও শিল্প এলাকা বিদ্যুৎ বন্ধের আওতায় থাকবে।

ষোলশহর (সকাল ৬টা থেকে দুপুর ১টা)

অক্সিজেন মোড়, বায়েজিদ কাঁচাবাজার, বায়েজিদ আবাসিক, বার্মা কলোনি, ড্রিমল্যান্ড আ/এ, তারা গেট, সাউদার্ন ইউনিভার্সিটি, কুলগাঁও, তুফানী রোড, নতুন পাড়া, বালুছড়া, টাইগার রোড ও আশপাশের প্রায় সব এলাকা।

পটিয়া (সকাল ৭টা থেকে দুপুর ১টা)

শিকলবাহা উপকেন্দ্রের অধীন গোমদণ্ডী, দিঘীরপাড় বাজার (পূর্ব-পশ্চিম), লালপোল, শাকপুরা, চরখিজিরপুর, চরকানাই, টেক্সঘর, মালুমবাড়ি, বখতিয়ারপাড়া, পূর্ব বিল নতুনপাড়া, কোরাইশ চৌধুরী বাড়ি ও সংলগ্ন এলাকাসমূহ।

১৬ নভেম্বর (সকাল ৬টা থেকে দুপুর ১টা)

ফৌজদারহাট, বারআউলিয়া ও মাদাম বিবিরহাট উপকেন্দ্রের বেশ কিছু ফিডারের আওতাধীন এলাকা। জলিলবাজার, সিডিএ, বালুর রাস্তা, স্টেশন রোড, লালবাগ, চট্টলা সিএনজি, কদমরসুল, বিভিন্ন কারখানা ও শিল্পাঞ্চলে বিদ্যুৎ থাকবে না।

বাড়বকুন্ড (সকাল ৮টা থেকে বিকেল ৪টা)

বারআউলিয়া-বাড়বকুন্ড ৩৩ কেভি সার্কিট–১ এর রক্ষণাবেক্ষণ। কেমিক্যাল ফিডারের আওতাধীন ৩৩ কেভি গ্রাহক ‘রয়েল সিমেন্ট’ ও ‘পিএইচপি’-র লোড শূন্য থাকবে।

বিউবো জানায়, নাগরিক ভোগান্তি কমাতে দ্রুততম সময়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্নের চেষ্টা করা হবে। সাময়িক অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার অনুরোধ জানিয়েছে।