খুলনার কয়রায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিএনপি নেতাকর্মীদের উপর দমন–পীড়নের প্রতিবাদে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কয়রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম, প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মনিরুজ্জামান বেল্টু, কহিনুর ইসলাম, হাবিবুর রহমান হাবিব, শেখ সালাউদ্দিন লিটন, ঢালী রবিউল ইসলাম, মনজুর মোর্শেদ, আবুল বাসার ডাবলু, রওশন আলী মোল্যা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম আনারূল ইসলাম ডাবলু, দেলোয়ার হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ডা. নুর ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলালউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ইমরান হোসেন, শাহরিয়ার প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে সন্ত্রাস, দমন-পীড়ন ও ভয়-ভীতি প্রদর্শনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার অভিযান চালিয়ে সরকার গণতন্ত্রকে স্তব্ধ করে রেখেছে।
তারা আরও বলেন, ‘কয়রার মাটি অন্যায়ের কাছে মাথা নোয়াবে না’ বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।
বিক্ষোভ মিছিলে কয়রার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। পুরো কয়রা শহর গণতন্ত্র মুক্তি চাই, স্বৈরাচার হটাও,স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

















































