খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মানিউর রহমান সৈকত, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বর্ষের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সোহেল রানা।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন সংগঠনটির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন জুবায়ের আহমেদ, ট্রেজারার হিসেবে মোমিন, সংগঠন সম্পাদক সিয়াম এবং খেলাধুলা সম্পাদক আজিজ। তথ্য ও যোগাযোগ সম্পাদক মহাতো, অফিস সম্পাদক শাহাদাত এবং সহকারী অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জায়েদ। সাংস্কৃতিক সম্পাদক রুবেল ও সহকারী সাংস্কৃতিক সম্পাদক মাহী, শিক্ষা সম্পাদক মেহেদী, প্রকাশনা সম্পাদক আশিক, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রন এবং সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে সৌরভ দায়িত্ব পালন করবেন। ফটোগ্রাফারের দায়িত্ব পেয়েছেন আদিত্ত।
সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “খুলনায় প্রথম আসার সময় সবকিছুই নতুন মনে হয়েছিল। এই সংগঠনের মাধ্যমে আমি আমার এলাকার ভাই-বোনদের সান্নিধ্য পেয়েছি, যা আমাকে মানসিকভাবে অনেক স্বস্তি দিয়েছে। সিরাজগঞ্জের ভাষায় কথা বললে মনে হয় যেন আমি আবার নিজের জায়গাতেই ফিরে গেছি। সিনিয়র ভাইদের সহায়তা ও দিকনির্দেশনা আমাকে সংগঠনের প্রতি আরও অনুপ্রাণিত করেছে।”
কমিটির সদস্যরা জানিয়েছেন, আগামী এক বছরের জন্য সংগঠনটি শিক্ষামূলক, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম একত্রে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে নবীনবরণ ও বিদায়ী ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনকে আরও প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ করে তুলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত জেলাভিত্তিক নাইট টুর্নামেন্টে ১৬টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই সাফল্য সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের অনুপ্রাণিত করেছে, যাতে তারা আগামী দিনগুলোতে সংগঠনকে আরও শক্তিশালী ও সফলভাবে পরিচালনা করতে পারে।






















































