কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের প্রক্টর হিসেবে মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেষ হবে। এর প্রেক্ষিতে আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে তাঁকে দ্বিতীয়বারের মতো এক বছরের জন্য প্রক্টর পদে পুনর্নিয়োগ দিয়েছেন ভাইস-চ্যান্সেলর।
প্রসঙ্গত, অতিরিক্ত এই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. শাহীনুজ্জামান গত বছরের ২ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।