খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলি ব্রিজ টোলপ্লাজা এলাকায় সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালিত হয়।
নৌবাহিনীর একটি সেকশন (৮ সদস্য) ও কয়রা থানার পুলিশের ২ সদস্য এতে অংশ নেন। চেকপোস্ট চলাকালে বাস, পিকআপ, মাহিন্দ্রা, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইকেল ৮০টি, বাস ২টি, মাহিন্দ্রা ১টি, পিকআপ ১টি, মাইক্রো ২টি ও প্রাইভেট কার ১টি যানবাহন তল্লাশির আওতায় আসে। তবে এ সময় কোনো মামলা হয়নি এবং অপ্রীতি/কর কোনো ঘটনার খবরও পাওয়া যায়নি।