বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ মেম্বারের হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্ত।
ঘটনাটি ঘটেছে ২৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে ফতেপুর খাজার ইট ভাটা নামক স্থানে।
প্রত্যাক্ষদর্শীরা জানান,মহদীপুর ইউপির ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ শেষে অবস্থান করছিলেন।
এসময় কয়কজন দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের থেকে ২০০ গজ উত্তরে খাজার ইট ভাটায় নিয়ে গিয়ে বেদম মারপিট করে।এতে তার হাত ও পা ভেঙ্গে যায় বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে শহীদ জিয়া ম্যাডিকেল কলেজ বগুড়ায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।