জিয়াবুল হক, কক্সবাজার
১০ ঘণ্টা পর কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়েছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। জনদুর্ভোগ বিবেচনায় তারা অবরোধ প্রত্যাহার করেন বলে জানান।
এর আগে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে হাইওয়ে সড়কের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষকরা। এরপর বিকেল ৫টায় অবরোধ প্রত্যাহার করেন।
চাকরিচ্যুত শিক্ষক আছিয়া আক্তার বলেন, ক্যাম্পে এনজিও পরিচালিত স্কুলগুলো থেকে যখন একযোগে বিনা কারণে ১ হাজার ২৫০ শিক্ষককে ছাঁটাই করলো, তখন আমরা ১ জুন কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে মানববন্ধন করি। এরপর শরণার্থী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে সে সময় আন্দোলন প্রত্যাহার করা হয়।
কিন্তু আড়াই মাস পার হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা আবারও আন্দোলন শুরু করি।
তিনি আরও বলেন, তবে আমরা জনদুর্ভোগ বিবেচনা করে আজকের মতো সড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়েছি। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আবারও চলবে।
এব্যাপারে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ বলেন, উখিয়া-টেকনাফের চাকরিচ্যুত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসন ও এনজিও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
এবিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা নিজেরাই সড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়েছেন। তবে তাদের সমস্যার বিষয় নিয়ে আলোচনা চলমান।