সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় -পঞ্চগড়ে তারিকুল ইসলাম

বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি মারা যায় সড়ক দুর্ঘটনায় বলে মন্তব্য করেছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পঞ্চগড়ের বোদায় হাইওয়ে পুলিশের সড়ক দুর্ঘটনা এবং রোড সেফটি সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইওয়ে পুলিশ রংপুর ডিভিশনের আয়োজনে সোমবার (৪আগস্ট) সকালে বোদা উপজেলার ময়দানদীঘি দ্বি মুখি উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, আহসান হাবীব প্রমুখ।

এসময় প্রধান আলোচক হাইওয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলের কাম্য। কিন্তু সড়কের অব্যবস্থাপনা, ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে অনভিজ্ঞ ও অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে।

শিশু ও শিক্ষার্থী থেকে শুরু করে কেউই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছেনা। দূর্ঘটনা রোধে রাস্তা পারাপারে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তার ডানপাশ ঘেষে হাটতে হবে। সড়ক দুর্ঘটনা শুন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব না হলেও সচেতনতার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব। প্রয়োজনে ৯৯৯-এ ফোন করে সহযোগিতা নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ডানে বামে না দেখে হটাৎ দৌড়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে। রাস্তায় হাটার সময় মোবাইল ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। চলন্ত অবস্থায় যানবাহনে ওঠানামা করা যাবেনা। মোটরসাইকেল চালানোর সময় আরোহী কে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানকে মোটরবাইক কিংবা অন্য গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

সড়ক দুর্ঘটনা ও রোড সেফটি সংক্রান্ত সচেতনতা মূলক কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় -পঞ্চগড়ে তারিকুল ইসলাম

আপডেট সময় : ০৯:০৬:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫

বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি মারা যায় সড়ক দুর্ঘটনায় বলে মন্তব্য করেছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পঞ্চগড়ের বোদায় হাইওয়ে পুলিশের সড়ক দুর্ঘটনা এবং রোড সেফটি সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইওয়ে পুলিশ রংপুর ডিভিশনের আয়োজনে সোমবার (৪আগস্ট) সকালে বোদা উপজেলার ময়দানদীঘি দ্বি মুখি উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, আহসান হাবীব প্রমুখ।

এসময় প্রধান আলোচক হাইওয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলের কাম্য। কিন্তু সড়কের অব্যবস্থাপনা, ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে অনভিজ্ঞ ও অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে।

শিশু ও শিক্ষার্থী থেকে শুরু করে কেউই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছেনা। দূর্ঘটনা রোধে রাস্তা পারাপারে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তার ডানপাশ ঘেষে হাটতে হবে। সড়ক দুর্ঘটনা শুন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব না হলেও সচেতনতার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব। প্রয়োজনে ৯৯৯-এ ফোন করে সহযোগিতা নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ডানে বামে না দেখে হটাৎ দৌড়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে। রাস্তায় হাটার সময় মোবাইল ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। চলন্ত অবস্থায় যানবাহনে ওঠানামা করা যাবেনা। মোটরসাইকেল চালানোর সময় আরোহী কে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানকে মোটরবাইক কিংবা অন্য গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

সড়ক দুর্ঘটনা ও রোড সেফটি সংক্রান্ত সচেতনতা মূলক কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।