শিরোনাম :

কচুয়ার বিতারা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরন

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি বলেন, “সরকারের লক্ষ্য শুধু শিক্ষার হার বাড়ানো নয়, মানসম্মত ও আনন্দদায়ী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। একটি শিশুর ক্লাসে মনোযোগ ধরে রাখার জন্য শীতল, পরিচ্ছন্ন ও অনুকূল পরিবেশ অত্যন্ত জরুরি। সিলিং ফ্যান যেমন গরমের কষ্ট লাঘব করবে, তেমনি শিক্ষার্থীদের মনোযোগও বাড়াবে।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষক, একজন জনপ্রতিনিধি ও একজন সরকারি কর্মকর্তা একসঙ্গে কাজ করলে শিক্ষার ক্ষেত্রে বিস্ময়কর পরিবর্তন আনা সম্ভব। এজন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম লিটন এবং বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদ সচিব মোশারফ হোসেন,ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য রুহুল আমিন, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির সুজন, শিল্পী আক্তার, বাবুল প্রধান, আব্দুর জব্বার, আকলিমা আক্তার, হারুনুর রশিদ ও শরীফ সরকার।অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ইউপি সদস্যদের সঙ্গে সমসাময়িক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ ধরনের কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অভিনেত্রী

কচুয়ার বিতারা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরন

আপডেট সময় : ০৬:৩০:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৪ আগস্ট ২০২৫

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি বলেন, “সরকারের লক্ষ্য শুধু শিক্ষার হার বাড়ানো নয়, মানসম্মত ও আনন্দদায়ী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। একটি শিশুর ক্লাসে মনোযোগ ধরে রাখার জন্য শীতল, পরিচ্ছন্ন ও অনুকূল পরিবেশ অত্যন্ত জরুরি। সিলিং ফ্যান যেমন গরমের কষ্ট লাঘব করবে, তেমনি শিক্ষার্থীদের মনোযোগও বাড়াবে।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষক, একজন জনপ্রতিনিধি ও একজন সরকারি কর্মকর্তা একসঙ্গে কাজ করলে শিক্ষার ক্ষেত্রে বিস্ময়কর পরিবর্তন আনা সম্ভব। এজন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম লিটন এবং বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদ সচিব মোশারফ হোসেন,ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য রুহুল আমিন, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির সুজন, শিল্পী আক্তার, বাবুল প্রধান, আব্দুর জব্বার, আকলিমা আক্তার, হারুনুর রশিদ ও শরীফ সরকার।অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ইউপি সদস্যদের সঙ্গে সমসাময়িক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ ধরনের কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।