নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও রাজশাহী অঞ্চলের স্কাউটসের সাবেক আঞ্চলিক সম্পাদক আমিনুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের স্টেডিয়াম রোডে তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্কাউট দলের প্রধান উপদেষ্টা মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমিনুল ইসলাম একজন আদর্শ প্রশাসক ও স্কাউট ছিলেন। তার মতো ব্যক্তিত্বকে আমরা আজও স্মরণ করি। পরে তিনি মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক হেলাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট) এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক দিলীপ গৌর।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. নাজমুল হাসান তালুকদার, ড্যাব সভাপতি ডা. এম এ লতিফ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুম আমিনুল ইসলাম ও বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।